২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডিআইজি পার্থগোপালের মামলার প্রতিবেদন ২১ নভেম্বর

-

সিলেটের সাবেক ডিআইজি (প্রিজন) পার্থগোপাল বণিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন দাখিল করেননি। সে জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার নথি পর্যালোচনা করে উপর্যুক্ত মর্মে তারিখ ধার্য করেন।
২৮ জুলাই বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থগোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করে দুদক। পরের দিন তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। অভিযানে নেতৃত্ব দেয়া দুদক পরিচালক মুহাম্মদ ইউছুফ বলেন, তার ঘোষিত আয়কর ফাইলে এ টাকার ঘোষণা নেই। আমাদের মনে হয়েছে, এ টাকা অবৈধ আয় থেকে অর্জিত। ওই সময় ডিআইজি পার্থ দাবি করেছিলেন, ৮০ লাখ টাকা তার বৈধ আয় থেকে অর্জিত। এর মধ্যে ৩০ লাখ টাকা শাশুড়ি দিয়েছেন। বাকি ৫০ লাখ টাকা সারা জীবনের জমানো।


আরো সংবাদ



premium cement