২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর স্থগিত

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল গতকাল প্রকাশের পর স্থগিত করা হয়েছে। একটি ‘সেট’ এর ফলাফল ভুল হয়েছে এমন অভিযোগ পেয়ে প্রকাশিত ফল গতকাল রোববার সন্ধ্যায় স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। ওই অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে এ ফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ড. তোফায়েল আহমদ বলেন, ‘পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ফল রিভিউ করে দেখি তৃতীয় সেটে ভুল ছিল। তাই প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে।’
পুনরায় কবে ফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিন দিন বা এক সপ্তাহ লাগতে পারে।’
দুপুরে প্রকাশিত ফলে পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ।
‘চ’ ইউনিটের ফল প্রকাশ
এদিকে চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের প্রথম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
চ-ইউনিটের অঙ্কন পরীক্ষায় ১২ শ’ ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩শ’ ৪৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ২৮ দশমিক ৫৩ ভাগ।


আরো সংবাদ



premium cement