২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিমানবাহিনী প্রধান দেশে ফিরেছেন

-

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ছয় দিনের সরকারি সফর শেষে গতকাল শনিবার চীন থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন।
সফরকালে বিমানবাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর ও জাতীয় প্রতিরক্ষামন্ত্রী উই ফেনঘে এবং পিএলএ এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল দিং লাই হাংয়ের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী প্রধান অ্যাভিয়েশন ইনস্টিটিউট অব পিএলএএএফ রিসার্চ একাডেমি, চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারসহ চীনের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ও প্রকল্প পরিদর্শন করেন যার ফলে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন ও বিদ্যমান সরঞ্জামাদি সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের এই চীন সফরের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী ও পিএলএ বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। আইএসপিআর।

 


আরো সংবাদ



premium cement