২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

এনডিসি কমান্ডেন্টের ইউএসআই এর ফেলোশিপ অর্জন

-

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, আরসিডিএস, পিএসসি, পিএইচডি সামরিক নেতৃত্ব শিা ও চর্চার েেত্র অসামান্য অবদানের জন্য ভারতের ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (ইউএসআই) থেকে ফেলোশিপ অর্জন করেছেন। ইউএসআই পরিচালক লেফটেন্যান্ট জেনারেল পি কে সিং, পিভিএসএম, এভিএসএম (অব:) গত ১৯ আগস্ট জেনারেল মামুন খালেদকে ফেলোশিপ প্রদান করেন।
জেনারেল শেখ মামুন খালেদ প্রথম বাংলাদেশী হিসেবে ভারতের ওই প্রতিষ্ঠান থেকে এ সম্মান অর্জন করেন।
উল্লেখ্য, ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট ১৮৭০ সালে প্রতিষ্ঠিত নয়াদিল্লিভিত্তিক জাতীয় নিরাপত্তা ও প্রতিরাবিষয়ক থিংকট্যাংক প্রতিষ্ঠান। প্রতিরা সেবার সব বিষয়ে আগ্রহ ও জ্ঞানের উৎকর্ষ সাধনই এ প্রতিষ্ঠানের ল্য। এ প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement