২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

চামড়া শিল্প রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ : ড. আহমদ আবদুল কাদের

-

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে চলছে চরম অরাজকতা। ঘুষ, দুর্নীতি, লুটপাটের মহোৎসব চলছে সর্বত্র। গত ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার দামে ধস চামড়া শিল্পে বড় ধরনের আঘাত। চামড়ার দাম না পেয়ে হাজার হাজর চামড়া ডাস্টাবিনে ফেলে দেয়া হয়েছে।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এক দিকে চামড়ার অর্থের হকদার ইয়াতিম-গরিবদের হক নষ্ট করা হয়েছে। অন্য দিকে দেশের অন্যতম বৃহৎ রফতানি খাত চামড়া শিল্প ধ্বংসের সম্মুখীন। চামড়ার বাজার ও চামড়া শিল্প রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। চামড়া শিল্প ধ্বংসের জন্য বর্তমান সরকারকে একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এ দিকে দেশে মানুষের জান, মাল, ইজ্জতের ন্যূনতম নিরাপত্তা নেই। খুন, ধর্ষণ, হত্যা, নির্যাতন চলছেই। দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আজ হুমকির মুখে। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যকে গুলিকরে হত্যা, ভারতের আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য ভারতের বাংলাদেশের ভূমি ব্যবহারের পরিকল্পনা, মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার দেশবিরোধী নালিশসহ নানামুখী চক্রান্তের খবরে দেশবাসী উদ্বিগ্ন।
তিনি বলেন, ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বিভিন্ন বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ার নামে মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করে জনগণকে নতুনভাবে হয়রানি শুরু করেছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল সন্ধ্যা ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, আলহাজ আবু সালেহীন, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক, মুফতি ওযায়ের আমীন, হাজী নূর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি

সকল