২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কর্মসূচি দিন রাস্তায় নামব : ফারুক

-

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, পুলিশের ভয়ে ঘরে বসে থাকলে আন্দোলনে সফলতা আসবে না। রাস্তায় নামতে হবে। দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। জনগণের মধ্যে আন্দোলনের আকাক্সক্ষা আছে। কিন্তু দলের শক্ত কর্মসূচি নেই।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে ফারুক বলেন, ‘জনগণ বলতে শুরু করেছে, কিছু কর্মসূচি দেন। মাঠে নামতে আমরা প্রস্তুত। স্বৈরাচার হঠিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলনে নামতে সাহস আমাদের সবারই আছে। আমাদের কৌশল নিতে হবে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। মানুষ আমাদের সাথে আছে। যাদের দিয়ে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে শেষ করেছে, যাদের অস্ত্র ও লাঠির আক্রমণে জনগণ রাস্তায় দাঁড়ানো যায়নি, সেই পুলিশকে ভয় পেয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে দেশনেত্রীর মুক্তি অসম্ভবপর হবে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মানববন্ধন হয়।
ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দলের নেতৃত্বের কাছ থেকে কর্মসূচি দাবি করে জয়নুল আবদিন ফারুক বলেন, আমার সংগ্রামী মহাসচিব বলেছেন, সাহস হারানো যাবে না, ধৈর্য ধরতে হবে। কত দিন আমরা ধৈর্য ধরব? মহাসচিবকে বলতে চাই তৃণমূল প্রস্তুত। আমরা ৫৭০ জনের কমিটি (কেন্দ্রীয় নির্বাহী কমিটি) কমসূচিতে আসি না। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, গুম-হত্যা-শিশু ধর্ষণের প্রতিবাদ জানাতে জনগণ আপনাদের (নেতাদের) কাছে কর্মসূচি চায়। নেতাদের বলব, আমাদের কর্মসূচি দেন।
সরকার ও সরকারি দলের নেতদের উদ্দেশ্যে সাবেক এই বিরোধীদলীয় চিফহুইপ বলেন, বেগম খালেদা জিয়া ১৮ মাসের উপরে কারাগারে আছে। কী কারণে তাকে আপনাদের এত ভয়। তারেক সাহেবকে কেন এত ভয়। তাকে (তারেক রহমান) দেশে আসতে দেন। রাজনীতি করতে দেন। যদি কোনো অন্যায় করে থাকে, দেশের প্রচলিত আইন আছে। তারেক রহমানকে নির্বাসিত করে রেখে তার বিরুদ্ধে কথা বলবেন সেটি তো এত প্রাচীন একটি রাজনৈতিক দলের মুখে শোভা পায় না। এমন আচরণই প্রমাণ করে একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্ব, রাতের অন্ধকারের সরকার কত অসহায়।
জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতাসীনদের বলছি, আপনারা পদত্যাগ করেন। না করলে কী হবে তা আপনাদের ভালোই জানা আছে। আমার মনে পড়ে, নব্বইতে এরশাদও পদত্যাগের কয়েক ঘণ্টা আগে কোথায় ব্রিজ উদ্বোধন করতে গিয়ে হাসতে হাসতে বলেছিলেন কিসের পদত্যাগ? সেই এরশাদেরও পতন হয়েছে। অবশ্য সে এখন মৃত্যুশয্যায়, আল্লাহ তাকে হায়াত-দারাজ করুক।

 


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল