১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আন্দোলনে অচল চট্টগ্রাম নার্সিং কলেজ

-

শিক্ষার্থীদের দাবির মুখে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম। ক্লাস-পরীক্ষা বর্জন ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে গতকাল বৃহস্পতিবার টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। ৬ জুলাই থেকে চলা এ চার দফার আন্দোলন গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলে রূপ নেয়। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএসএনএ) নেতৃত্বে শিক্ষার্থীদের এ আন্দোলন চলছে। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যে কর্মসূচিতে দাবির পক্ষে স্লোগান দেন তারা।
আন্দোলনকারীরা জানান, চার দফা দাবি আদায়ে গতকাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কলেজের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ষষ্ঠ দিনেও দাবির বিষয়ে কোনো সাড়া মেলেনি। এর আগে নার্সিং পেশায় স্বতন্ত্র ক্যাডার সার্ভিস (বিসিএস) চালু, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা, নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর এবং পুরনো পাঠদান পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

 


আরো সংবাদ



premium cement