২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফলে রাসায়নিক ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ

-

আমসহ মওসুমি ফলে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয় কি না, তা তদারকিতে অভিযান পরিচালনাকারী সংস্থাকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের অভিযান সারা বছরই অব্যাহত রাখার নির্দেশও দেন আদালত।
গতকাল আমে রাসায়নিকের ব্যবহার নিয়ে বিএসটিআইয়ের প্রতিবেদনে অসন্তোষ জানিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন আদালত।
শুনানিতে হাইকোর্ট বলেন, আমসহ বিভিন্ন ফলে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তাই আগামী প্রজন্মের স্বার্থে এ বিষয়ে কঠোর হতে হবে। কারো পক্ষে নমনীয় অবস্থান নেয়া যাবে না। আদালত বলেন, বিএসটিআই ঠিকভাবে কাজ করলে দেশের অবস্থা এরকম হতো না।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ, বিএসটিআইয়ের পক্ষে ছিলেন সরকার এম আর হাসান মামুন।
প্রসঙ্গত গত ২০ মে আমসহ অন্যান্য ফল পাকানো বা সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ ঠেকাতে দেশের ফলের বাজার ও আড়তগুলোকে নজরদারি করতে কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। পরবর্তী সাত দিনের মধ্যে পুলিশ প্রধান, বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের কেমিক্যাল টেস্টিং উইংয়ের পরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। ওই আদেশ বাস্তবায়ন করে ১৮ জুন (গতকাল মঙ্গলবার) আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছিলেন হাইকোর্ট। সে অনুযায়ী গতকাল প্রতিবেদন জমা দেয় বিএসটিআই। কিন্তু তাতে অসন্তোষ জানান আদালত।

 

 

 


আরো সংবাদ



premium cement