২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

৪৫ মিনিটের বৃষ্টিতেই ডুবে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নœাঞ্চল

বর্ষার প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। নোংরা পানি পাড়ি দিয়ে বাড়ি ফিরছে স্কুলফেরত কোমলমতি শিক্ষার্থীরা। কে বি আমান আলী রোড থেকে ছবিটি তুলেছেন আখতার হোসাইন -

আষাঢ়ের প্রথম দিনে মাত্র ৪৫ মিনিটের বৃষ্টিতেই ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রামের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। গতকাল শনিবার বেলা দেড়টা থেকে সোয়া ২টা পর্যন্ত বন্দর নগরীতে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস ওই সময়ে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। সামান্য বৃষ্টিতেই অন্যান্য বছরের তুলনায় সড়কে পানি জমার পরিমাণ বৃদ্ধিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে চট্টগ্রামের নাগরিকদের মাঝে।
গতকালের সামান্য বৃষ্টিতে জিইসির মোড়, প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, সিঅ্যান্ডবি কলোনির মোড়, হালিশহর, কাতালগঞ্জ, চকবাজার, ষোলশহর, দুই নম্বর গেট, বহদ্দারহাট ফরিদার পাড়া, মুরাদপুর, খাতুনগঞ্জ, চান্দগাঁও আবাসিক এলাকা, বৃহত্তর বাকলিয়ার অনেক এলাকা, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর বিস্তীর্ণ এলাকার সড়ক, অলি-গলি পানির নিচে তলিয়ে যায়। পানি জমেছে ফ্লাইওভারের ওপরেও। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, অল্প বৃষ্টিতে অন্যান্য সময়ের তুলনায় নগরীতে এবার বেশি পানি জমেছে।
অল্প বৃষ্টিতে নগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় আসছে বর্ষা মওসুম নিয়ে শঙ্কিত নগর পরিকল্পনাবিদেরাও। নিজেদের বিশাল বিনিয়োগের মালামাল নষ্ট হওয়ার অজানা শঙ্কা ভর করেছে ব্যবসায়ীদের মাঝেও। তাদের মতে, সামনের বর্ষা মওসুমে নগরীর অবস্থা খুবই খারাপ হবে। মানুষের দুর্ভোগ বাড়বে সীমাহীন। এবার নগরীর দুঃখ হিসেবে পরিচিত চাক্তাই খাল খনন না করায় নগরীতে বৃষ্টির পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।
নগরবাসীকে বর্ষায় পানি নিমজ্জিত অবস্থা থেকে পরিত্রাণ দিতে সরকার মেগা প্রকল্প গ্রহণ করলেও এর সুফল এখন পর্যন্ত নগরবাসী পায়নি।
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement