২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসির নতুন চেয়ারম্যান

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী শহীদুল্লাহকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অধ্যাপক কাজী শহীদুল্লাহ এর আগে (২০০৯-২০১৩) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অধ্যাপক কাজী শহীদুল্লাহকে ইউজিসি চেয়ারম্যান নিয়োগ দেয়ার নেপথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাজনীতি বড় ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা নয়া দিগন্তকে বলেন, ইউজিসির চেয়ারম্যান পদে যেসব শিক্ষাবিদের নাম শোনা যাচ্ছিল, তাদের বাদ দিয়ে অধ্যাপক কাজী শহীদুল্লাহর এ নিয়োগ সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত হয়েছে।
ইউজিসির চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছিল, তাদের মধ্যে ছিলেন সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-আর-রশিদ, বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর শরীফ এনামুল কবীর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিসহ রাজধানী ও আশপাশের ৭-৮টি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ঢাবির নীল প্যানেলের একাংশের সমর্থক। এরা কেউই উপরোক্তদের কাউকেই ইউজিসির চেয়ারম্যান পদে চাননি। বিষয়টি নিয়ে নীতিনির্ধারক পর্যায়েও তারা কথা বলেছেন বলে জানা গেছে। তারা ঢাবির সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বা ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীকে দায়িত্ব দেয়া হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভি সি প্রফেসর ড. হারুন-আর-রশিদ, ঢাবির ভিসি অধ্যাপক আখতারুজ্জামান, জবির ভিসি অধ্যাপক মিজানুর রহমানসহ আরো কয়েকজন দায়িত্ব পালন করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না বলে নীতিনির্ধারক পর্যায়ে অবহিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক কাজী শহীদুল্লাহকে চার বছরের জন্য ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতনভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। প্রসঙ্গত ইউজিসি চেয়ারম্যান পদে অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ গত ৭ মে শেষ হয়। এর পর থেকে কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল