২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংসদে ‘বীমা করপোরেশন বিল-২০১৯’ পাস

-

বীমা করপোরেশনকে বিনা জামানতে ঋণ নেয়ার বিধানসহ জীবন বীমার জন্য মূলধন ৩০০ কোটি ও সাধারণ বিমার জন্য মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করে ‘বীমা করপোরেশন বিল-২০১৯ গতকাল সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় বৈঠকে সভাপতিত্ব করছিলেন। এর আগে বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। পরে সংসদে স্থিরিকৃত আকারে বিলটি পাস হয়।
বিলে বিধান রেখে বলা হয়েছে, জীবন বীমার জন্য অনুমোদিত মূলধন হবে ৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩০ কোটি টাকা। একইভাবে সাধারণ বীমার জন্য অনুমোদিত মূলধন হবে ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। তবে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা মূলধনের পরিমাণ পরিবর্তন করতে পারবে।
বিলে করপোরেশনের দায়সগুলোর মূল্যমান নির্ধারণের পর উদ্বৃত্ত অর্থের ৯৫ শতাংশ বোর্ডের অনুমোদন সাপেক্ষে পলিসি গ্রাহকদের মধ্যে বণ্টন করা যাবে। এ ছাড়া, সরকারের পূর্বানোমদন ব্যতীত শতকরা ৯৫ শতাংশের অধিক অর্থ বীমা পলিসি গ্রাহকদের মধ্যে বণ্টন করা যাবে না।
বিলে সরকারি সম্পত্তি বীমাকরণ সম্পর্কে বলা হয়েছে, সরকারি সম্পত্তি বা সংশ্লিষ্ট ঝুঁকি বা দায়সম্পর্কিত সব নন লাইফ বীমা ব্যবসা শতভাগ সাধারণ বীমা করপোরেশনের নামে আন্ডার রাইট হবে। তবে সাধারণ বীমা নিজের জন্য ৫০ ভাগ অংশ রেখে বাকি ৫০ ভাগ বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে সমহারে বণ্টন করে দেয়ার বিধান রাখা হয়েছে। এ ছাড়া, বিলে বিনা জামানতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়ার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালের আইনে জীবন বীমা ও সাধারণ বীমা করপোরেশন উভয় করপোরেশনের অনুমোদিত মূলধন ছিল মাত্র ২০ কোটি টাকা। যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এ জন্য অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণ বাড়ানো হয়েছে। এ ছাড়া ওই আইনে সরকারি সম্পত্তি সম্পর্কিত ৫০ ভাগের বীমা বাধ্যতামূলকভাবে সাধারণ বীমা করপোরেশনের কাছে এবং অবশিষ্ট ৫০ ভাগ সাধারণ বীমা বা অন্য বেসরকারি কোম্পানির কাছে হস্তান্তরের বিধান ছিল। নতুন আইনে তা শতভাগ সাধারণ বীমার নামে অবলিখন করে পরে পঞ্চাশ ভাগ বেসরকারি খাতে সমহারে বণ্টন করার প্রস্তাব করা হয়েছে। একইসাথে বিলে উভয় করপোরেশনের পরিচালনা পরিষদের সদস্য ৭ থেকে ১০এ উন্নীত করার বিধান করা হয়েছে।


আরো সংবাদ



premium cement