২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী সজাগ স্বরাষ্ট্রমন্ত্রী

-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে। শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার মতো ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় বাংলাদেশের জনগণ সব সময় ধিক্কার দেয়। আমাদের দেশের জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করে না। গত রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, এ দেশের জনগণ অত্যন্ত ভ্রাতৃপ্রতিম। এটি অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোনো গির্জায়, মসজিদে, মন্দিরে হামলার মতো কোনো ঘটনা ঘটুক আমরা কেউ তা চাই না।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের জনগণ জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি। সারা দেশে যেভাবে জঙ্গিবাদ শুরু হয়েছিল সেই মুহূর্তে এ দেশের জনগণ জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল। মাদক এ দেশেকে ধ্বংষের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আশা করি দেশের প্রত্যেকটি জনগণ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আর জনগণকে সাথে নিয়ে এ দেশ থেকে মাদকও চিরতরে নির্মূল করব। ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও হোটেলে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, শ্রীলঙ্কার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে ওই ঘটনায় বাংলাদেশে কোনো প্রভাব পড়বে বলে আমরা মনে করি না। বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়।
সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো: আলী আশরাফ এমপির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, স্থানীয় সরকার অধিদফতর কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মো: আজিজুর রহমান, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকারিয়া, পৌরমেয়র মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. হারুনুর রশিদ বিশ্বাস, র্যাব-১১ কুমিল্লার সিও লে. কর্নেল কাজী সামশের উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল ফয়সলসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল