১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো র‌্যাবের বর্ষবরণ অনুষ্ঠান

-

জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো র‌্যাবের বর্ষবরণ অনুষ্ঠান। গতকাল শনিবার দুপুর ১২টার পর থেকে শুরু হয় বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর নানা আয়োজন। উত্তরায় র‌্যাব ফোর্সেস হেড কোয়ার্টার ঘিরেই ছিল এই আয়োজন। হেডকোয়ার্টারের চারপাশে র‌্যাবের বিভিন্ন শাখার নাম ব্যবহার করে তৈরি করা হয় অসংখ্য স্টল। যেখানে সাজানো হয়েছিল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সব খাবার, গান-বাজনা, পুতুল নাচ, বানর খেলা, সাপ খেলা, বায়োস্কপ দেখানোর পসরা। তবে মূল অনুষ্ঠান চলে শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে। সেখানে দেশবরেণ্য শিল্পীদের উপস্থিতিতে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ অন্য কর্মকর্তাদের নিয়ে অতিথিদের স্বাগত জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা একে একে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানে। এর মধ্যেই রঙবেরঙের সাজানো স্টলগুলোতে চলতে থাকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিটা-পুলি, নানা ধরনের ফল দিয়ে তৈরি শরবত, মুড়ি-মুড়কি, বিভিন্ন ধরনের মিষ্টি খাবার পালা। একই সাথে বায়োস্কপ দেখা, বানর খেলা, সাপ খেলা ও গান-বাজনা উপভোগ করতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। দুপুরে অতিথিদের জন্য ছিল পান্তা ইলিশ থেকে শুরু করে নানা ধরনের বাংলা খাবার। এভাবেই র্যাবের মনোমুগ্ধকর বর্ষবরণ অনুষ্ঠান চলতে থাকে বিকেল ৫টা পর্যন্ত।


আরো সংবাদ



premium cement