১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

আম বাগানে পুলিশ মোতায়নে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

-

রাজশাহীসহ দেশের বড় বড় আমবাগানগুলোতে কেমিক্যালের ব্যবহার বন্ধে পুলিশ মোতায়নে হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো: নূরুজ্জামানের আদালত এ আবেদন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে। এ আবেদনের শুনানির জন্য সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।
গত ৯ এপ্রিল আইনজীবী মনজিল মোরসেদের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রাজশাহীসহ দেশের বড় বড় আমবাগানে কেমিক্যালের ব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে নির্দেশ দিয়েছিলেন।
একই সাথে একটি পর্যবেক্ষণ টিম ফলের বাজার ও গুদামে মনিটর করবে, যাতে সারা দেশে কেউ কেমিক্যাল ব্যবহার করে আম পাকাতে না পারে। পুলিশের মহাপরিদর্শক, বিএসটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআই-এর পরিচালক (কেমিক্যাল টেস্টিং উইং) এ আদেশ বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।


আরো সংবাদ



premium cement