২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
বেসিস সফটএক্সপো শুরু

১০ লাখ তরুণ-তরুণী তথ্যপ্রযুক্তির সাথে কাজ করছে : পলক

-

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে সার্থক ও সফল করতে ‘টেকনোলজি ফর প্রসপেরিটি’ স্লোগানে বেসিস সফটএক্সপো ২০১৯ শুরু হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আন্তরিক। অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও দক্ষ জনশক্তি তৈরিতে সরকার বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্প গ্রহণ করেছে। যার মাধ্যমে ছয় লাখ তরুণ-তরুণীকে দক্ষ করে তোলা হবে। দেশের বর্তমানে ১০ লাখ তরুণ-তরুণী তথ্যপ্রযুক্তির সাথে কাজ করছে যা ২০২১ সালের মধ্যে ২০ লাখে পৌঁছাবে।
তিনি বলেন, প্রযুক্তি ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ধারাবাহিক এই আয়োজন প্রতিষ্ঠানটির বিস্তৃতি প্রমাণ করে। প্রযুক্তি সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে বেসিস। গত ১০ বছরে ১০ কোটি মানুষ ইন্টারনেট সুবিধা ভোগ করছেন বলেও জানান তিনি।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রায় ২৫০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।
প্রদর্শনীর আহ্বায়ক ফারহানা এ রহমান বলেন, এ প্রদর্শনীতে নারী উদ্যোক্তাদের জন্য থাকছে উইমেন জোন। শিক্ষার্থীদের জন্য প্রতিটি স্টলেই থাকবে সিভি দেয়ার সুবিধা। আমরা সবাইকে নিয়েই বড় পরিসরে সমগ্র আয়োজনটি শেষ করব।
উল্লেখ্য দেশী-বিদেশী ব্যবসায়ীদের জন্য এবারের প্রদর্শনীতে থাকছে বি টু বি ম্যাচমেকিং সেশন। যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার প্রসার খুব সহজেই করতে পারবে। আয়োজন করা হয়েছে করপোরেট আওয়ার, যেখানে অংশ নেবেন পাঁচ শতাধিক করপোরেট হাই অফিসিয়াল। শিক্ষার্থীদের জন্য রয়েছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প আর বরাবরের মতো গেমিং ফেস্ট।
প্রদর্শনীতে অংশগ্রহণে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করে বিনামূল্যে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে বেসিস সফটএক্সপোর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করে ভিজিটর রেজিস্ট্রেশনে নিজের নাম, ফোন নম্বর, ই-মেইল, প্রতিষ্ঠানের নাম ও পেশার বর্ণনা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামীকাল বৃহস্পতিবার এই প্রদর্শনী শেষ হবে।

 


আরো সংবাদ



premium cement
নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা, আটক ৪ মেহেদির রঙ শুকানোর আগেই দুর্ঘটনায় তরুণ নিহত ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের

সকল