২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

কুষ্টিয়া ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

-

কুষ্টিয়া সদর উপজেলায় ও কুমিল্লার চান্দিনায় ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদক বিক্রেতা।
কুষ্টিয়া সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল মালিথা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক বিক্রেতা। শনিবার রাত ১টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার মিরাজ মালিথার ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ শ’ পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড পিস্তলের গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলেও পুলিশ দাবি করছে। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, নিহত নাজমুলের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গল মিয়া (৫৪) নামে একজন নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ আহত হন। গতকাল রোববার ভোর রাতে উপজেলার তীরচর এলাকায় কথিত ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মঙ্গল মিয়া চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে। তিনি চান্দিনার সীমান্তবর্তী এলাকা দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ ইউনিয়নের বিটতলা গ্রামে বসবাস করতেন। তার বিরুদ্ধে মাদক আইনে চান্দিনাসহ বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি, ৫ শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আহত দুই পুলিশ হলেন চান্দিনা থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল হাসানুজ্জামান। তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
চান্দিনা থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement