১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বৈদিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ব্রাহ্মণ সংসদের

-

দেশে একটি বৈদিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেবভাষা সংস্কৃত শিক্ষাসহ ধর্মীয় শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ব্রাহ্মণ সংসদ নেতৃবৃন্দ।
সংগঠনটির উদ্যোগে গতকাল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাহ্মণ সংসদের মহাসচিব বিজয়কৃষ্ণ ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব:) নিরঞ্জন ভট্টাচার্য্য, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নির্বাহী সভাপতি অসিতকুমার মুকুটমণি, সিনিয়র সহসভাপতি সাগরকৃষ্ণ চক্রবর্তী ও নেপাল চক্রবর্তী, সহসভাপতি তপনকুমার পাণ্ডে, অরুণ বাগচী, অলক চক্রবর্তী, সিনিয়র যুগ্ম মহাসচিব জয়শঙ্কর চক্রবর্তী, যুগ্ম মহাসচিব কেতকীরঞ্জন ভট্টাচার্য্য প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ব্রাহ্মণ সমাজের মর্যাদা প্রতিষ্ঠা,তথা সমগ্র সনাতন সমাজের উন্নয়নের লক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ে সার্বজনীন পূজা মন্দির, শাহজাহানপুর থানা রোড, ঢাকায় সারা দেশ থেকে আগত প্রায় দেড় হাজার (৬২টি জেলার) ব্রাহ্মণ প্রতিনিধির উপস্থিতিতে ‘জাতীয় ব্রাহ্মণ প্রতিনিধি সম্মেলন ২০১৯’ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কমিটি গঠন হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব:) নিরঞ্জন ভট্টাচার্য্যকে সভাপতি এবং বিজয়কৃষ্ণ ভট্টাচার্য্যকে মহাসচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির আরো দাবির মধ্যে রয়েছে বর্তমানে সংস্কৃত টোল, চতুস্পাটি, কলেজে নিয়োজিত শিক্ষকদের মাসিক বেতন জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের সমমর্যাদায় প্রদানের ব্যবস্থা করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় লেখা, তাই অষ্টম শ্রেণী পর্যন্ত সংস্কৃত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ১৯৯২ সাল হতে বিদ্যালয়ে ধর্মীয় পণ্ডিত নিয়োগ বন্ধ রয়েছে, ফলে সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের ধর্মশিক্ষা অধ্যয়নে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। অবিলম্বে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পণ্ডিত নিয়োগ করতে হবে। ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্তদের পুরোহিত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে। সরকারি কোষাগার হতে মন্দিরের পুরোহিতদের মাসিক প্রণামী (ভাতা) প্রদানের ব্যবস্থা করতে হবে। বিবাহের পবিত্রতা রক্ষা ও অপব্যবহার রোধকল্পে বিবাহসম্পন্নকারী পুরোহিতদের বিবাহ নিবন্ধনকারী হিসেবে নিয়োগ দিতে হবে।


আরো সংবাদ



premium cement
বিশাল ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নকে হারালো গাজী গ্রুপ চকরিয়ায় আধিপত্য বিস্তারে কুপিয়ে হত্যা আবারো বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ বুয়েটে নতুন ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগ পঞ্চগড়ে নৌকা ডুবে নিহতদের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ সখীপুরে সাংবাদিকের ওপর হামলাকারী সেই আ'লীগ নেতা কারাগারে ফরিদপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত বাবা-মেয়ে দিরাইয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল

সকল