২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

হাইটেক পার্কের জন্য চসিকের দেয়া জায়গা ঘুরে দেখলেন মন্ত্রী

চট্টগ্রামে হাইটেক পার্ক নির্মাণের স্থান পরিদর্শন করছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন : নয়া দিগন্ত -

আইসিটি খাতে দক্ষ জনশক্তি তৈরি ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে হাইটেক পার্ক নির্মিত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার হাইটেক পার্ক নির্মাণে প্রস্তাবিত বিএফআইডিসি রোড সংলগ্ন চসিক মালিকানাধীন জায়গা পরিদর্শন করেন। পরে ওই জায়গাকে হাইটেক পার্ক নির্মাণের উপযুক্ত বলে মন্তব্য করে কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ শুরুর নির্দেশ দেন হাইটেক পার্ক-১২ এর প্রজেক্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এম জি মোস্তফাকে।
এ সময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, মন্ত্রীর একান্ত সচিব খোরশেদ আলম খান, ৭-আইটি’র প্রজেক্ট ডাইরেক্টর গৌরি শংকর ভট্টচার্য, ১২ আইটির সহকারী প্রকল্প পরিচালক মো: কামরুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মেয়র চসিকের ১১ দশমিক পাঁচ একর জায়গাটির বর্তমান অবস্থা মন্ত্রীকে অবহিত করেন এবং মন্ত্রী পুরো জায়গা সরেজমিন দেখেন। পার্ক নির্মাণে চসিক এগিয়ে আসায় বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে অনেক দূর এগিয়ে যাবে বলে মন্ত্রী মন্তব্য করেন।
এ দিকে চট্টগ্রামে হাইটেক পার্ক নির্মাণে এগিয়ে আসায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সরকার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতে চট্টগ্রামবাসী উপকৃত হবেন। এ অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পাবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।


আরো সংবাদ



premium cement
বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সকল