২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রানীনগরে চাঁদার টাকা না পেয়ে খ্রিষ্টান পরিবারে হামলা ভাঙচুর ও লুট : গ্রেফতার ১

-

নওগাঁর রানীনগরে সিমিয়ন সরকার (৪২) নামে এক খ্রিষ্টান পরিবারের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মারধর, ককটেল হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানাপুলিশ রুবেল হোসেন (৪১) নামের একজনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে দু’টি ককটেলসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার চক-কুজাইল গ্রামে।
মামলার বাদি সিমিয়ন সরকার জানান, একই এলাকার শফির উদ্দীনের ছেলে রিপনের (৩২) নেতৃত্বে কয়েকজন তার কাছ থেকে বেশ কিছু দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত সোমবার সকাল ১০টায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় সিমিয়ন থানায় একটি লিখিত অভিযোগ করতে এলে রিপন ও তার লোকজন জানতে পেরে সোমবার সন্ধ্যার পর তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং ২ লাখ ৯৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর রাত প্রায় দেড়টার সময় ফের হামলা করা হয়। এ সময় বাড়ির বাইরে খরের পালায় আগুন ধরিয়ে দিয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে আবারো থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’টি ককটেলসাদৃশ্য বস্তু ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে কাশিমপুর গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে রুবেল হোসেনকে আটক করে। এ ঘটনায় সিমিয়ন সরকার বাদি হয়ে গতকাল মঙ্গলবার সকালে রিপনসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

 


আরো সংবাদ



premium cement