২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

‘আয়না বিবির পালা’ মঞ্চায়ন

-

নারী জাগরণের নাটক ‘আয়না বিবির পালা’ মঞ্চস্থ হয়েছে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন করে নাট্যধারা। এটি নাট্যধারার ২০তম প্রযোজনা।
লোকসাহিত্য সঙ্কলন ময়মনসিংহ গীতিকার ‘আয়না বিবি’ হলো শৃঙ্খল ভাঙা প্রতিবাদী এক নারীর গল্প। নাটকটির অন্যতম চরিত্র ‘আয়না বিবি’। যাকে ঘিরেই আবর্তিত হয়েছে নাটকের গল্প। আয়না বিবি বিগতকালের লৌকিক গল্প বা কথন থেকে গ্রামীণ প্রেম বিশ্বাসের পটভূমিকায় মৌখিকভাবে রচিত।
লোকসাহিত্য সঙ্কলন ময়মনসিংহ গীতিকা অবলম্বনে দেশে নাট্যমঞ্চে যে ক’টি নাটক নির্মিত হয়েছে, তার অন্যতম ‘আয়না বিবির পালা’।
নারী জাগরণের অন্যতম প্রযোজনা হিসেবে প্রথম মঞ্চায়নের পর থেকেই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া পায়।
নাটকটির নবনির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত। নাটকটি প্রসঙ্গে নির্দেশক লিটু সাখাওয়াত জানান, বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ঐহিত্য পালাগান। এই ধারার প্রতি তার গভীর ভালোবাসা থেকেই তিনি এমন নির্দেশনায় এসেছেন।
তিনি বলেন, খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে পালাকার যা শত বছর ধরে পরিবেশন করে আসছে, তা আমরা প্রসেনিয়ামের ঘেরাটোপে সুনির্দিষ্ট চরিত্রায়নের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরেছি।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিটু সাখাওয়াত, দীপান্বিতা, গাজী রহিসুল ইসলাম তমাল, কামাল হোসেন, হাফসা আক্তার, রুবেল, সব্যসাচী চঞ্চল, রফিকুল ইসলাম, মিরাজ, রবিন, নাঈম, ইমরান প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement