২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আজ চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

-

একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্রকার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চাষী নজরুল ইসলামের ৭৮তম জন্মবার্ষিকী আজ। চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানাধীন সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে চলচ্চিত্র পরিচালক সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন।
তিনি স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
চাষী নজরুল ইসলাম চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। চাষী নজরুল সর্বাধিক মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্যনির্ভর চলচ্চিত্রের নির্মাতা। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে : মুক্তিযুদ্ধের ছবি সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেড, মেঘের পর মেঘ, সাহিত্যনির্ভর চলচ্চিত্র দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, রবীঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিমচন্দ্রের বৃষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা প্রভৃতি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement

সকল