২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : মুসলিম লীগ

বাংলাদেশ মুসলিম লীগের আলোচনা সভায় বক্তৃতা করছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন : নয়া দিগন্ত -

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো একটি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়নি বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত ‘নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত নির্দলীয় সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারসহ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য দলমত নির্বিশেষে এই শর্তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, বেঙ্গল জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন, দি ডেইলি নিউ এজের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাগসদ এর সভাপতি শামস আল মামুন, ইউডিপির চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ মুসলিম লীগের স্ট্যান্ডিং কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, প্রচার সম্পাদক শেখ এ সবুর, দফতর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান, আইটিবিষয়ক সম্পাদক কাজী এ এ কাফী, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগ নেতা মো: সাইফুল ইসলাম প্রমুখ নেতা। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement