২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

উত্তরবঙ্গ ট্যাংকলরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিকদের ৭ দফা না মানলে ১৫ অক্টোবর থেকে কর্মবিরতি

-

জাতীয় সংসদে সদ্য পাশ হওয়া সড়ক পরিবহন নিরাপত্তা আইনে মালিক শ্রমিক স্বার্থপরিপন্থি ধারা উপধারা সংশোধন, সড়ক-মহাসড়কে সব প্রকার হয়রানি বন্ধসহ ৭ দফা দাবি জানিয়েছে উত্তরবঙ্গ ট্রাক,ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ আন্দোলন বাস্তবায়ন কমিটি। এই ৭ দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৫ অক্টোবর থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল দুপুরে বগুড়া শহরের হোটেল মম-ইন কনফারেন্স রুমে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ আন্দোলন বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা থেকে এই ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ। তিনি বলেন, পরিবহন খাত থেকে সরকারকে প্রতি বছর সারাদেশে প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করা হয়। কিন্তু এরপরেও আমরা অবহেলিত। দেশের স্বার্থে ঝুঁকি নিলেও আজ ট্রাক শ্রমিক মালিকদের সরকার দেখছে না। তাদের ওপর শুধু নিয়মের বোঝা চাপানো হচ্ছে। আর এই বোঝা নিয়ে শ্রমিক, মালিকরা আজ পথে বসতে শুরু করেছে। নিজেদের স্বার্থ সংরক্ষণে ওই ৭ দফা দাবি জানানো হয়েছে। অন্যান্য দাবিগুলো হলো ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপের ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নবায়নে জরিমানা মওকুফ করে আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত সময়সীমা নির্ধারণ, সড়ক-মহাসড়কের যত্রতত্র পণ্যবাহী গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা। তাই প্রতি জেলায় নির্দিষ্ট স্থানে মালিক-শ্রমিক প্রতিনিধির উপস্থিতিতে কাগজপত্র চেকিং করার ব্যবস্থা গ্রহণ, পণ্যবাহী গাড়ির জরিমানার অর্থ সরাসরি চালানের মাধ্যমের ব্যাংকে জমা দেয়ার ব্যবস্থা, বিভিন্ন স্থানে স্থাপিত ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র মালিক সমিতির তত্বাবধানে পরিচালনা করা, অবৈধ যান চলাচল বন্ধ করা, সড়ক-মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ শুধু নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা, তবে গাড়ির কাগজপত্র চেকিং নির্দিষ্ট স্থানে করতে হবে। উল্লেখিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী ১৫ অক্টোবর থেকে উত্তরবঙ্গে ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান . পিকআপ মালিক শ্রমিক কর্মবিরতিতে যাবে বলে সভায় জানানো হয়। এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার, রাজশাহী জেলার মো: সাদরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার মো: রেজাউল খান, নামদার হোসেন, গাইবান্ধা জেলার মো: রোস্তম আলী, বগুড়া জেলার মো: খোরশেদ আলম, আবদুল মান্নান মণ্ডল, পাবনা জেলার মোজাম্মেল হক কবির, রবিউন নবী, শহিদুল ইসলাম, দিনাজপুর জেলার মো: সাদাকাতুল বারী, নাটোর জেলার মো: মোস্তারুল ইসলাম আলম, তপন সরকার তপো, চাঁপাইনবাবগঞ্জ জেলার অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু, নওগাঁ জেলার শফিকুল ইসলাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement