২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পদোন্নতি নিয়ে আনসার-ভিডিপিতে অসন্তোষ

-

পদোন্নতি নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অসন্তোষ সৃষ্টি হয়েছে। গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর পরিচালক পদে পদোন্নতি দেয় জননিরাপত্তা বিভাগ। এতে ৬০ ভাগ সিনিয়র কর্মকর্তাকে বাদ দিয়ে অযোগ্য ও অদ জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর বিদায়ী মহাপরিচালকের শেষ কর্মদিবসে তড়িগড়ি করে ২৪ জন কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়। প্রায় ৫৩ জন কর্মকর্তার মধ্যে ২৯ জন কর্মকর্তা পদোন্নতির সব যোগ্যতাপূরণ করা সত্ত্বেও তাদের ডিঙিয়ে অনেক অদ ও জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। এতে বাহিনীর মধ্যে শৃঙ্খলা এবং কমান্ড চ্যানেল ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পদোন্নতির আদেশে দেখা যায়, ১৫তম ব্যাচের দু’জন কর্মকর্তার মধ্যে দু’জনই, ১৮তম ব্যাচের মধ্যে সাতজনের মধ্যে পাঁচজন, ২১তম ব্যাচের ১১ জনের মধ্যে ছয়জন, ২৪তম ব্যাচের ২০ জনের মধ্যে ৯ জন এবং ২৫তম ব্যাচের আটজনের তিনজন কর্মকর্তাকে পদোন্নতি থেকে বাদ দেয়া হয়েছে। আবার যাদের পদোন্নতি দেয়া হয়েছে, তাদের কারো গত দুই বছরের এসিআরই নেই। দুই সপ্তাহ আগে বাহিনীর উপ মহাপরিচালক পদে পদোন্নতির েেত্রও গ্রেডেশন তালিকা ১ ও ২ নম্বরে থাকা কর্মকর্তাকে বাদ দিয়ে তালিকার পরে থাকা পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। অথচ তাদের পদোন্নতির সব যোগ্যতা বিদ্যমান ছিল।
সূত্র জানায়, ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনীর প্রায় লাধিক সদস্য ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রদানে নিয়োজিত থাকবে। এই সময় তড়িঘড়ি করে বিপুল সিনিয়র কর্মকর্তাকে বাদ দিয়ে সুবিধাভোগী মহল একটি বাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছেন। এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল