২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সড়ক পরিবহন আইন সংসদে উঠছে আজ

-

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন, ২০১৮ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে উঠছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এটি উত্থাপন করবেন। সংসদের চলতি অধিবেশনে এটি পাস হতে পারে বলে আশা করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তাদের মতে, কোনো কারণে তা না হলে অক্টোবরে অনুষ্ঠেয় পরবর্তী অধিবেশনে এ আইন পাস হবে। গতকাল বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।
এর আগে বুধবার দুপুরে ঢাকা দণি সিটি করপোরেশন ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপরে পরিচালনা পরিষদের ১১তম সভা শেষে ওবায়দুল কাদের জানান, রোববার এ আইন সংসদে উঠবে। ওই সময়ে মন্ত্রী বলেন, প্রস্তাবিত সড়ক পরিবহন আইনটি চলতি অধিবেশনের রোববার সংসদে উপস্থাপন করব। এরপর এটি স্ট্যান্ডিং কমিটিতে যাবে। দশম জাতীয় সংসদের একটি সংপ্তি অধিবেশন আগামী অক্টোবরে হবে। সড়ক নিরাপত্তা আইনটি ওই অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিার্থী নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিার্থীরা আন্দোলন শুরু করে। শিার্থীদের আন্দোলনের প্রোপটে অনেকটা তড়িঘড়ি করে সড়ক নিরাপত্তা আইনের খসড়াটি অনুমোদন দেয় মন্ত্রিসভা।
জানা গেছে, খসড়া আইনের ১০৩ ধারায় মোটরযান চালনা দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতর আহত বা নিহত হলে দায়ী ব্যক্তির অনধিক পাঁচ বছরের জেল ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া এ আইনে সরকার চাইলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নির্ধারণ করে দেয়ার এখতিয়ারও রাখা হয়েছে। প্রস্তাবিত এ আইনটিতে ১২৪টি ধারা রয়েছে। এ আইনটি পাস হলে বিদ্যমান মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স, ১৯৮৩ রহিত হয়ে যাবে।

 


আরো সংবাদ



premium cement