১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ থাকার দাবি গণফোরামের

-

নির্বাচন কমিশনকে দলনিরপেক্ষ থাকার দাবি জানিয়েছেন গণফোরাম নেতারা। এর পাশাপাশি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একটি অবাধ, দলনিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য, সব ক’টি দলের অংশগ্রহণমূলক ও সমান সুযোগ রাখার দাবি জানান তারা।
২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সমাবেশকে সফল করতে গতকাল গণফোরামের উদ্যোগে লালবাগ কেল্লার মোড়ে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় নেতারা এ দাবি করেন। সভা থেকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সভায় লালবাগ, চকবাজার, হাজারীবাগ ও কামারাঙ্গীরচর থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিজান। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঢাকা মহানগর গণফোরাম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। আরো বক্তৃতা করেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক রওশন ইয়াজদানী, নগর নেতা হাবিবুর রহমান বুলু, শেখ শহীদুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ



premium cement