২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বর্তমান সরকার বাঁক বদলের সরকার তথ্যমন্ত্রী

-

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার ‘বাঁক বদলের সরকার’। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গতানুগতিক পদ্ধতিতে মতার হাত বদল হয়ে হয়নি। গত সাড়ে ৯ বছরে এ সরকারকে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত অনেক জঞ্জাল সরাতে হয়েছে। অনেক সংস্কার করতে হয়েছে। সেখানে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা একটি ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঝুঁকিপূর্ণ কাজটিই করেছেন। তিনি গণমাধ্যমকে উন্মুক্ত করে গণতন্ত্রের বিকাশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
পুরানা পল্টনে ‘সারাবাংলা ডট নেট’ অনলাইন সংবাদ পোর্টালের স্টুডিও উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। এ সময় গাজী গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, গাজী গ্রুপের পরিচালক ও দৈনিক সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান, সারাবাংলা ডটনেট ও জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, সারাবাংলার নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সামগ্রিকভাবে আমরা চারটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথমত, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করে রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা; দ্বিতীয়ত, মাদকের বিস্তার রোধ করে সামাজিক শান্তি আনা; তৃতীয়ত, তথ্যপ্রযুক্তির অবাধ বিচরণত্রে বা সাইবার জগতের নিরাপত্তা বিধান এবং হলুদ সাংবাদিকতা ও মিথ্যাচারের হাত থেকে গণমাধ্যমকে রক্ষা।’
‘কারাগার ছাড়া গণতন্ত্র হয় না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কারাগার বাদ দিলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে যাবে। তাই যারা যুদ্ধাপরাধী, জঙ্গি, খুনি-রাজাকারদের বাঁচাতে চায়; তারা কারাগার গুঁড়িয়ে দিতে চায়। মূলত এর মাধ্যমে তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার কথা বলে।
শিশুদের সাম্প্রতিক নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এই আন্দোলনে শিশুরা যা করে দেখিয়েছে, আমি তাদের বলি সুপার হিরো। তারা যাপিত জীবনের সমস্যাগুলো চিহ্নিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানেও শোনেন, চোখেও দেখেন। তিনি বিএনপি সরকারের মতো নন। তিনি বিষয়টি দ্রুত বিবেচনায় এনে তাদের ৯ দফা দাবি মেনে নিয়েছেন।’
গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, ‘আজ সারাবাংলার স্টুডিও উদ্বোধন হচ্ছে এটি খুবই আনন্দের খবর। সারাবাংলা ডটনেট সুষ্ঠু ও নিরপে সাংবাদিকতায় বিশ্বাসী। আমাদের ল্য প্রকৃত সত্য তুলে ধরা, প্রতিষ্ঠার পর থেকে সারাবাংলা এই প্রয়াস অব্যাহত রেখেছে এবং সবসময়ই তা বজায় রাখবে।’


আরো সংবাদ



premium cement