২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
কওমি সনদের মান অনুমোদন

বিভিন্ন সংগঠনের অভিনন্দন অব্যাহত

-

কওমি শিক্ষার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেয়ায় শীর্ষ ওলামায়ে কেরামসহ আরো কয়েকটি সংগঠন অভিনন্দন জানিয়েছে।
শীর্ষ ওলামায়ে কেরাম : শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এক যুক্ত বিবৃতিতে কওমি শিক্ষার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিসকে (তাকমিল) আল-হাইয়াতুল উলইয়ার সর্বসম্মত সিদ্ধান্ত, আল্লামা শাহ্ আহমাদ শফী ও শীর্ষ ওলামায়ে কেরামের মতামত অনুযায়ী ইলামিক স্টাডিজ ও আরবি সাহিত্যে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) সমমর্যাদা দিয়ে মন্ত্রিসভায় আইন অনুমোদন করায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং এটি অনুমোদন করায় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সচিব ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। শীর্ষ ওলামায়ে কেরাম বলেন, আমরা মনে করি এই সনদের মান প্রদানের আইন অনুমোদনের বিষয়টি অত্যন্ত আনন্দের ও খুশির। আমরা বিশ্বাস করি কওমি মাদরাসা সনদের মানের বিষয়টি চূড়ান্ত ধাপে নেয়ার পেছনে প্রধানমন্ত্রীর একক ও বিশেষ দায়িত্বপূর্ণ ও দরদপূর্ণ মনোযোগ ছিল সবচেয়ে বেশি। এজন্য তাকে বিশেষভাবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওলামায়ে কেরাম মন্ত্রিসভায় অনুমোদিত আইন দ্রুত সংসদে পাসের মাধ্যমে তা চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিদাতা শীর্ষ ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম হলেনÑ বেফাকের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার শাহ, সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূরুল ইসলাম খিলগাঁও, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ মধুপুর, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আনাস মাদানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নূরুল আমীন, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আরজাবাদ, মাওলানা যোবায়ের আহমাদ প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী ওলামালীগ : কওমি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে মন্ত্রিপরিষদে বিল পাস করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল ইস্রাফিল। তিনি এক বিবৃতিতে বলেন, এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ কওমি শিক্ষার্থীদেরকে দেশ ও রাষ্ট্রব্যবস্থার সব কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ করে দিয়ে শেখ হাসিনা কওমি শিক্ষাব্যবস্থার ইতিহাসের পাতায় চির অমর হয়ে থাকলেন।
নেজামে ইসলাম পার্টি : পুরানা পল্টনের মাওলানা আতাহার আলী মিলনায়তনে নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় নেজামে ইসলাম পার্টির নেতা ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন নীতিগতভাবে অনুমোদন করায় সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, এতে কওমি মাদরাসা শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। সরকারের এই উদ্যোগ কওমি মাদরাসা শিক্ষার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সহকারী মহাসচিব ওবায়দুল হক ও রবিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আশরাফুল হক, প্রচার সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক পীরজাদা সৈয়দ মো: আহসান, ইসলামী ছাত্র সমাজের সভাপতি মো: নুরুজ্জামান প্রমুখ।


আরো সংবাদ



premium cement