১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`
সিএমসিসিআইর বিবৃতি

ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত

-

ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)।
সংগঠনের সভাপতি খলিলুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) আগামী ১ জুলাই থেকে ব্যাংক ঋণের সুদ হার ৯% অর্থাৎ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে আমানতে সুদের হার সর্বোচ্চ ৬% করার কথা জানানো হয়েছে। বিএবি এই সিদ্ধান্ত নেয়াকে দেশের অর্থনীতির উন্নয়নের পথে একটি মাইলফলক গৃহীত হলো। তিনি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যবসায়ীদের অনেক দিনের চাহিদা পূরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চেম্বার সভাপতি খলিলুর রহমান।
সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি বর্তমান সময়ের ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের েেত্র যুগোপযোগী সিদ্ধান্ত এবং এর ফলে দেশের অর্থনীতি আরো চাঙা হয়ে উঠবে এবং দেশী ও বিদেশী বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।


আরো সংবাদ



premium cement