২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জনগণের সরকার ছাড়া তিস্তা চুক্তি বাস্তবায়ন সম্ভব নয় ড. মোশাররফ

বাংলাদেশ জাতীয় দলের প্রতিবাদ সভায় বক্তৃতা করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন : নয়া দিগন্ত -

আওয়ামী লীগ সরকার নয়, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই তিস্তা চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আর সে জন্য জাতীয় স্বার্থে গণ-আন্দোলন গড়ে তুলে বর্তমান অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারের পতনকে ত্বরান্বিত করতে হবে বলেও মনে করেন তিনি।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর চলমান ভারত সফরের প্রসঙ্গ টেনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘বাংলাদেশ জাতীয় দল’ নামের এক সংগঠন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় মাদক নির্মূলের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে মন্তব্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘মাদকের গডফাদারদের আড়াল করতেই সাধারণ মানুষের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে। সরকারের এমপি-মন্ত্রীরাই মাদক কারারির সঙ্গে জড়িত। তাদের বিচারের আওতায় আনা উচিত।’
খালেদা জিয়ার মুক্তি নিয়ে মোশাররফ বলেন, ‘আদালতের হাতে নয়, সরকারের হাতেই খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে। তাই যতই জামিন নেয়া হোক না কেন, সরকার না চাইলে তার মুক্তি হবে না।’
মোশাররফ বলেন, ‘দুর্বার আন্দোলন গড়ে তুলে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হলে জনগণকে নিয়ে রাস্তায় নামতে হবে। কারণ খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।’
নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ আখ্যা দিয়ে সাবেক এই মন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গায়ের জোরে আরেকটি বাকশালী সরকার প্রতিষ্ঠা করতে চায়। সে ক্ষেত্রে তাদের সহযোদ্ধা হচ্ছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটে কারচুপি করতে সংসদ সদস্যরা যাতে জনসংযোগ করতে পারেন সে জন্য নতুন আইন তৈরি করেছে নির্বাচন কমিশন।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে উদ্বেগ টিআইবির যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাবো : মেসি ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ বাল্টিমোর সেতু ভেঙে নদীতে পড়া ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

সকল