২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ড্রোন উড়িয়ে শুটিং করায় সৃজিতের জরিমানা

-

অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে শুটিং করে বিপাকে পড়লেন কলকাতার চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এর দায়ে জরিমানাও করা হয়েছে তাকে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার লসা রেঞ্জের পানঝোড়া বস্তি লাগোয়া জঙ্গল এলাকায় চলছিল সৃজিতের নতুন প্রজেক্ট ফেলুদা ওয়েব সিরিজের শুটিং। পাশেই মূর্তি নদী। নদীর পাশেই ড্রোন উড়িয়ে নেওয়া হচ্ছিল বিভিন্ন শট। সে সময়েই বনবিভাগের দুই কর্মী বাধা দেন সৃজিত ও তার শুটিং দলকে। সাময়িকভাবে ব্যাহত হয় সিনেমার শুটিং।

বনবিভাগের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘একাধিক অভয়ারণ্য ও সেনা ছাউনি থাকার কারণে উত্তরবঙ্গ এমনিতেই খুব স্পর্শকাতর জায়গা। শুটিংয়ের ওই দলটির কাছে ড্রোন ওড়ানোর কোনও অনুমতি ছিল না। বন বিভাগের কর্মীরা ড্রোন ওড়াতে দেখে বিষয়টিতে বাধা দেন। নিয়মমাফিক জরিমানাও করা হয়েছে।’

যদিও তিনি জানান, এখন সমস্যা মিটে গিয়েছে। স্বাভাবিক ভাবেই শুটিংয়ের কাজ চলছে।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘গতকাল যা হল তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের যিনি স্থানীয় কোঅর্ডিনেটর, তিনি বলেছিলেন, মূর্তি নদীর ওপারে জঙ্গল। তাই ও পারে ড্রোন ওড়ানো নিষেধ। তাই আমরা মূর্তির এ’পারে ড্রোন ওড়াচ্ছিলাম। সে সময় দু’জন ফরেস্ট গার্ড এসে আমাদের বাধা দেয়। তাদের বক্তব্য ছিল, মূর্তির এপারেও ড্রোন ওড়ানো যাবে না। দ্রুত ড্রোন নামিয়ে নেয়া হয়। যদিও আমাদের অনেক শটই বাকি ছিল।’

সৃজিত আরো বলেন, ‘এরপর বন বিভাগের স্থানীয় কর্মকর্তার সাথে আমরা দেখা করি। তিনি বলেন, যেহেতু এটি আইনবিরুদ্ধ, তাই জরিমানা দিতে হবে। আমরা তাকে বলি যে আমাদের স্থানীয় কোঅর্ডিনেটর ব্যাপারটি ভালভাবে ব্যাখ্যা করতে পারেননি বলেই এই কনফিউশনের সৃষ্টি হয়েছে।’

তবে শেষ পর্যন্ত প্রায় ২০ হাজার ভারতীয় রুপি জরিমানা দিতেই হয়েছে সৃজিত ও তার দলের। এরপর আবার শুরু হয়েছে শুটিং। পরবর্তীকালে যাতে ড্রোন শট নিয়ে সমস্যা না হয় সে জন্য দিল্লিতে আবেদন করেছেন পরিচালক। যদিও সেই আবেদন এত কম সময়ে মিলবে কি না সে ব্যাপারে সংশয় রয়েছে সৃজিতের।


আরো সংবাদ



premium cement