২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ধর্ম ও বিশ্বাসের সাথে সঙ্ঘাতের কারণে সিনেমা ছাড়ছেন এ অভিনেত্রী

-

আমির খানের সাথে দঙ্গল ছবিতে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন তিনি। জয় করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মন। ফলশ্রুতিতে ভাগিয়ে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু রোববার হঠাৎ করেই ফেসবুকের এক পোস্টে তিনি ঘোষণা দিয়ে দিলেন পাঁচ বছরের তার সে ক্যারিয়ারের সমাপ্তির। তবে তার এ ঘোষণায় রয়েছে তার ধর্মের প্রতি আসক্তি।

কাশ্মিরে জন্ম নেয়া জায়রা ওয়াসিমকে বিখ্যাত বলিউড ছবি দঙ্গলে দেখা গিয়েছিল আমির খানের মেয়ের চরিত্রে।

জারা তার ঘোষণায় বলেন, তিনি অভিনয় জগত থেকে বিদায় নিতে চান, কারণ এটি তার বিশ্বাস ও ধর্মের ব্যাপারে বাধা সৃষ্টি করে।

প্রথমে ফেসবুকে দেয়া এ পোস্ট পরবর্তীতে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেন তিনি। পোস্টটিতে তিনি লিখেন,

‘পাঁচ বছর আগে আমার নেয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিলো। বলিউডে পা রাখার পর, এটা আমার জন্য তুমুল জনপ্রিয়তা পাওয়ার দরজা খুলে দেয়। কিন্তু এই জগৎটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সাথে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।’

দীর্ঘ এই পোস্টে জায়রা আরো বলেন, ‘কোরানের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলী, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস যেনো না হারিয়ে যায়।’

১৮ বছর বয়সী এ অভিনত্রী ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড ফর একসেপশনাল অ্যাচিভমেন্ট পেয়েছেন তিনি।

গেলো মার্চে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার ছবি ‘দ্য স্কাই ইন পিঙ্ক’-এর শুটিংও শেষ হয়েছে। ক্যারিয়ারের এমন টার্নিং পয়েন্টে এসে তার অভিনয় ছাড়ার ঘোষণায় অবাক হয়েছেন বলিউডের অনেকেই।


আরো সংবাদ



premium cement
ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ

সকল