২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কঙ্গনার কাছে হৃতিকের বোনের দুঃখ প্রকাশ

কঙ্গনার কাছে হৃতিকের বোনের দুঃখ প্রকাশ - সংগৃহীত

এত দিন কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের টুইট তরজা চলত পারস্পরিক সম্পর্কের সমীকরণ নিয়ে। এ বার সেই ময়দানে হৃতিকের বোন সুনয়না রোশনকে টেনে নিয়ে এলেন কঙ্গনার বোন রঙ্গোলি। একটি টুইটে রঙ্গোলির দাবি, ‘কঙ্গনা ও আমার সাথে ফোনে যোগাযোগ আছে সুনয়নার। হৃতিক যখন কঙ্গনার নামে অপপ্রচার চালাচ্ছিল, তখন বোনের পক্ষে কথা না বলতে পারার জন্য আমাদের দু’জনের কাছেই ক্ষমা চেয়েছেন সুনয়না।’ রঙ্গোলির এই একটি টুইটেই হইচই পড়ে গিয়েছে সব মহলে। নিন্দুকদের মতে, আগামী মাসেই মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’। তার প্রচার শুরুর আগেই ফের হৃতিক-কঙ্গনা তরজা উস্কে দিতে চাইছেন রঙ্গোলি ও তার টিম।

তবে এই গল্পের আর একটা দিকও রয়েছে। দিন কয়েক আগে সুনয়না টুইট করে বলেছিলেন, ‘আমি নরকে বাস করছি।’ প্রসঙ্গত, রাকেশ রোশনের ক্যানসার ধরা পড়ার পরে বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন সুনয়না। তবে তার আগে বেশ কয়েক দিন হোটেলেও থাকছিলেন তিনি। সুনয়না বলেছেন, ‘বাবা-মায়ের সঙ্গে থাকতে গিয়ে কিছু সমস্যা হয়েছে। ওই বাড়িতে প্রবেশের ও থাকার আমার আলাদা বন্দোবস্ত রয়েছে।’

আবার এ-ও শোনা গিয়েছিল, সুনয়নার বাইপোলার ডিজ়অর্ডার রয়েছে। তবে তা ‘সম্পূর্ণ মিথ্যে’ বলে জানিয়েছেন হৃতিকের বোন সুনয়না। তার কথায়, ‘অ্যালকোহলজনিত সমস্যার জন্য গত বছর ডিসেম্বরে কয়েক দিন লন্ডনের এক রিহ্যাবে ছিলাম। সুস্থ হয়ে দেশে ফিরি। আমার কোনও দিনই বাইপোলার ডিজ়অর্ডার হয়নি।’

অন্য দিকে রঙ্গোলির দাবি, ‘‘কঙ্গনার সঙ্গে সুনয়নার সুসম্পর্ক থাকায় নিজের বোনের মানসিক রোগের মিথ্যে প্রচার করেছে হৃতিক ও তার পিআর টিম।’


আরো সংবাদ



premium cement
চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি

সকল