১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাড়ে ৯ কোটি ডলারের ছবি নিয়ে কানে পিট-ডিক্যাপ্রিও

সাড়ে ৯ কোটি ডলারের ছবি নিয়ে কানে পিট-ডিক্যাপ্রিও - এএফপি

সঙ্গত কারনেই ৭২তম কাল চলচ্চিত্র উৎসবের সবচেয়ে আকর্ষনীয় মুহূর্ত ছিল ব্যাড পিট ও লিওনার্দো ডিক্যাপ্রিওর একসাথে লালগালিচায় হাঁটার দৃশ্যটি। এজন্যই বিশ্বব্যাপী গণমাধ্যমের দৃষ্টিও ছিল তাদের দিকে। হলিউডের এই হেভিওয়েট তারকাদ্বয় প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন পূর্ণদৈর্ঘ্য ছবিতে সেই সূত্রেই কানে আসা। আর এখানে এসে দুজনেই জানিয়েছেন তাদের বন্ধুত্বের বিষয়টিও। তাদের অভিনীত ছবির নাম ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন..হলিউড’

পিট সাত বছর পর আবারও কানসৈকতে পা রাখেছেন। সবশেষ ২০১২ সালে ‘কিলিং দেম সফটলি’ ছবির প্রচারণার জন্য এসেছিলেন তিনি। আর অস্কারজয়ী ডিক্যাপ্রিও সবশেষ চার বছর আগে দক্ষিণ ফরাসি উপকূলে আসেন।

এবারই প্রথম পিট ও ডিক্যাপ্রিও একসঙ্গে পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করলেন। এর আগে ২০১৫ সালে মার্টিন স্করসেজির স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেছেন তারা। তাদের বোঝাপড়া কতটা চমৎকার তা স্বাচ্ছন্দ্য দেখেই পরিষ্কার।

সংবাদ সম্মেলনে ডিক্যাপ্রিও বলেন, ‘আরামে কাজ করার ক্ষেত্রে ব্র্যাড বরাবরই দারুণ সহশিল্পী। আমরা একই প্রজন্মের মধ্যে বেড়ে উঠেছি। একই সময় আমাদের শুরুটা হয়েছে। আশা করছি, আমাদের চলচ্চিত্র শিল্প সম্পর্কিত ছবিতে আমরা সিনেম্যাটিক বন্ধুত্ব তৈরি করতে পেরেছি।’

পিট বলেন, ‘একই দৃশ্যে সামনে সেরাদের মধ্যে একজনকে সহশিল্পী হিসেবে পাচ্ছেন জানলে সেরা কাজটা এমনিতেই আসে। আশা করি, আমরা আবারও একসঙ্গে কাজ করবো।’

এই ছবিটি পরিচালনা করেছেন টারান্টিনো। মুক্তির আগে ছবির গল্প বলতে তিনি রাজি নন। তারপরেও যতটুকু জানাগেছে, তা হলো,‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড’-এর প্রেক্ষাপট ১৯৬৯ সালের লস অ্যাঞ্জেলেস। ঝলমলে পার্টি, উত্থান-পতনসহ সারাবিশ্বের সিনেমার প্রতি তার প্রেমপত্র এটি। গত ২০ মে উদ্বোধনী প্রদর্শনীর সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে ছবিটি।

সাড়ে ৯ কোটি ডলার বাজেটের ছবিটি দেখতে পারবেন আগামী ২৬ জুলাই। ওইদিন যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে মুক্তি পাবে পিট-ডিক্যাপ্রিও অভিনীত টারান্টিনোর ষাটের দশকের রূপকথা।


আরো সংবাদ



premium cement
পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সকল