১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অভিনেত্রী ময়ূরী যেভাবে যুক্ত হলেন গুগলে

অভিনেত্রী ময়ূরী যেভাবে যুক্ত হলেন গুগলে - সংগৃহীত

নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ময়ূরী কঙ্গো যোগ দিলেন সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগলে। সংস্থাটির ইন্ডাস্ট্রি এজেন্সি পার্টনারশিপ বিভাগের প্রধান হিসেবে তিনি কাজ করবেন। কিন্তু বিশ্ব সেরা এই প্রতিষ্ঠানে তিনি যুক্ত হলেন কিভাবে, সেটা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের। ১৯৯৬ সালে ‘পাপা কেহতে হ্যায়’ ছবির ‘ঘর সে নিকালতে হি’ গানের দৃশ্যায়নে নজর কেড়েছিলেন ময়ূরী।

কিন্তু হুট করে ২০০০ সালের পর অভিনয় ছেড়ে দেন তিনি। সম্প্রতি আবার ভারতে ফিরেছেন ময়ূরী। তবে অভিনেত্রী হিসেবে নয়, ভারতের গুগল ইন্ডাস্ট্রির প্রধান হিসেবে।

লিঙ্কডইনে তিনি লিখেছেন, ‘গুগলের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি ডিএএন এবং পাবলিসিস এর সঙ্গে অংশীদারিত্বের বিষয়টি দেখবো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এ কাজে সাহায্য করবে বলে আমি মনে করি। চমৎকারসব মানুষদের সঙ্গে কাজ করার এই সুযোগটি চমৎকার। আমার পেশাগত জীবনের এই নতুন অধ্যায়ের দিয়ে চেয়ে আছি।’

এর আগে তিনি পারফরমিকস নামের একটি মার্কেটিং এজেন্সিতে মহাব্যবস্থাপকের পদে কাজ করেছিলেন। এরপর, তিনি ডিজিটাস-এ একজন সহযোগী পরিচালক এবং জেনিথ-এর প্রধান ডিজিটাল কর্মকর্তা হিসেবেও কাজ করেন।

সাবেক এই অভিনেত্রী অজয় দেবগণ, ববি দেওল, আরশাদ ওয়ারসির মতো বহু অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। অভিনয় ছেড়ে দেওয়ার পর অবশ্য আরো বেশ কিছু কোম্পানিতে চাকরি করেছেন ময়ূরী।

পারফরমিক্স নামে একটি কম্পানিতে ডিরেক্টর, ডিজিটাসের অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে এবং মিডিয়া ও জেনিথ কোম্পানিতে কাজ করেছেন ময়ূরী।

ময়ূরীর প্রথম ছবি ‘নাসিম’ মুক্তি পায় ১৯৯৫ সালে। ওই বছরই জাতীয় পুরস্কার পায় ছবিটি। এছাড়া বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। সেগুলোর মধ্যে ‘কহি কিসি রোজ’, ‘কিটি পার্টি’, ‘কেয়া হাদসা কেয়া হকিকত’, ‘কারিশমা: দ্য মিরাকলস অব ডেসটিনি’ উল্লেখযোগ্য।

অজয় দেবগন, অনুপম খের, আরশাদ ওয়ারসি, শক্তি কাপুর, ববি দেওল, রানী মুখার্জি, চন্দ্রচূড় সিংয়ের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছেন ময়ূরী।

অভিনয় করার জন্য আইআইটি কানপুরে পড়ার সময় কোর্স শেষ না করেই মুম্বাই চলে গিয়েছিলেন অভিনেত্রী ময়ূরী কঙ্গো। জুগল হংসরাজের সঙ্গে ‘পাপা কেহতে হ্যায়’ করার পর ময়ূরী দর্শকের মন জয় করে নেন। এরপর বাদল, হোগি পেয়ার কি জিত ছবিতেও কাজ করেছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল