২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বিবাহ-বিচ্ছেদের খবর : নিক-প্রিয়াঙ্কার হুমকি

নিক-প্রিয়াঙ্কা - ছবি : সংগ্রহ

দিন দুয়েক আগেই নিক-প্রিয়াঙ্কার ৪১২৯ বর্গফুটের বেভারলি হিলসের বাংলোয় দেখা গিয়েছিল অশনি সংকেতের হাতছানি। শোনা গিয়েছিল, জোনাস দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। আর এই সংবাদ প্রথম প্রকাশ করছিল মার্কিন মুলুকের এক খ্যাতনামা সংবাদ সংস্থা। যার নাম ‘ওকে ম্যাগাজিন’। আর এই খবরের জেরে দুনিয়াসুদ্ধ উলটে যাওয়ার জোগাড় হয়েছিল। আর এতে নাকি নিক-প্রিয়াঙ্কা দু’জনের ইমেজেই নষ্ট হয়েছে বলে দাবি করেছে প্রিয়াঙ্কার জনসংযোগ টিম। দু’জনের ইমেজ নষ্ট হওয়ার জন্য আইনজীবী মারফত আইনি নোটিশ পাঠাতে চলেছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, মানহানির ক্ষতিপূরণ স্বরূপ বেশ মোটা অঙ্কের টাকা দাবি করতে পারেন বলে জানা গেছে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে।

সেই ম্যাগাজিনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রিয়াঙ্কা শুধুমাত্র টাকার জন্যই নাকি বিয়ে করেছেন নিক জোনাসকে। এতে 'দেশি গার্লের' এত দিনের ইমেজ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন তিনি। সঙ্গে তার ভালোবাসাকেও অপমান করা হয়েছে। আর তাই ওই ম্যাগাজিনের বিরুদ্ধে মানহানির মামলা করে ক্ষতিপূরণ দাবি করতে চলেছেন নিক ও প্রিয়াঙ্কা। ওই ম্যাগাজিনের আরো বলা হয়েছিল যে নিক-প্রিয়াঙ্কার ৪১২৯ বর্গফুটের ৪৫ কোটিরও বেশি দামের বেভারলি হিলসের বাংলোয় নাকি বর্তমানে অশান্তির ঝড় উঠেছে।

ম্যাগাজিনে দাবি করা হয় যে প্রথমদিকে নাকি নিক ভেবেছিলেন, প্রিয়াঙ্কা সবেতে মানিয়ে নিতে পারার মতো মেয়ে। কিন্তু বিয়ের চার মাস যেতেই নিক বুঝতে পেরেছেন প্রিয়াঙ্কা তাকে সব কিছুতেই নিয়ন্ত্রণ করতে চাইছেন। তাছাড়া প্রিয়াঙ্কা মাঝেমাঝেই মেজাজও হারান। বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়া পর্যন্ত প্রিয়াঙ্কাকে নিয়ে নিকের ধারণা ছিল প্রিয়াঙ্কা সবেতেই স্বচ্ছন্দ। কিন্তু ধীরে ধীরে তিনি প্রিয়াঙ্কার এইসব বৈশিষ্ট্য চিনতে পারেন। নিকের পরিবারও নাকি ডিভোর্সের ব্যাপারে সায় দিয়েছিল, এমনটাই দাবি ওই মার্কিন ম্যাগাজিনের।

এছাড়াও, প্রিয়াঙ্কার ব্যাপারে বেশকিছু কটূ কথা রটেছিল। যার জন্য যারপরনাই বিরক্ত এবং ভীষণভাবে দুঃখিত দেশি গার্ল। তাই তিনি মানহানির মামলা করছেন। তবে, যতই বিচ্ছেদের খবর ছড়াক নিন্দুকদের মুখে ছাই দিয়ে সব জল্পনা-কল্পনা এবং নিন্দুকদের সমালোচনাকে ধূলিসাৎ করে প্রিয়াঙ্কা-নিক জোনাস সম্পর্কের নতুন সমীকরণের নজির দেখা গেছে জোনাস ব্রাদার্স কনসার্টে।


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল