২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মৃত শ্রীদেবীকে নিয়ে বিপদে পাকিস্তানের অভিনেতা!

বলিউড
শ্রীদেবী ও আদনান - ছবি: সংগৃহীত

পুলওয়ামায় বিদ্রোহীদের হামলা ও তার পাল্টা হিসাবে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক পরবর্তী সময়ে ইন্দো-পাক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে। সোশ্যাল মিডিয়ায় ক্রমেই উঠে আসছে এই দুটি দেশের মধ্যকার বিভিন্ন তথ্য। এরই মধ্যে বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীকে নিয়ে পাকিস্তানের অভিনেতা আদনান সিদ্দিকির পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

পাকিস্তানের অভিনেতা আদনান সিদ্দিকীর সাথে জীবনের শেষ ছবি ‘মম’তে অভিনয় করেন বলিউড সুপারস্টার শ্রীদেবী। এ বছর শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীকে স্মরণে রেখে পাকিস্তানের তারকা আদনান শ্রীদেবীকে নিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। তিনি তার পোস্টে শ্রীদেবীর সাথে কাজ করার অভিজ্ঞতা জানান। স্মৃতিচারণা করেন ‘মম’ ছবির শুটিংয়ের।

আর এই পোস্ট ঘিরেই ভারত-পাকিস্তান ঠাণ্ডা লড়াইয়ের আবহে আদনান সিদ্দিকীর বিরুদ্ধে সোচ্চার হয় পাকিস্তানের জনতা । আদনান সিদ্দিকির পোস্ট-এ উঠে আসে ভারত বিরোধী একাধিক মন্তব্য। পাশাপাশি ভারতীয় অভিনেত্রীর মৃত্যুবার্ষিকী স্মরণ করে পাকিস্তানের অভিনেতা কেন এমন পোস্ট করেছেন, তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। এরপর তড়িঘড়ি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টটিকে সরিয়ে ফেলেন আদনান সিদ্দিকী।

পরে ভক্তদের জানান, ‘পাকিস্তানি হিসাবে আমি গর্বিত।’ এছাড়াও জানান, শ্রীদেবী সম্পর্কে তার যে আন্তরিক শ্রদ্ধা রয়েছে তা পাবলিক ডোমেনে জানিয়ে তিনি ঠিক করেননি। তবে শ্রীদেবীকে নিয়ে পোস্ট করা মানেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া নয় বলেও দাবি করেন আদনান। সূত্র : ওয়ান ইন্ডিয়া

আরো পড়ুন :
বিগ বির স্মৃতিতে শ্রীদেবী
নয়া দিগন্ত অনলাইন, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
স্মৃতি ফিরে দেখতে কে না ভালোবাসেন? পুরনো দিনের মুহূর্ত তাজা করে নিতেই বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৩০ বছর পুরনো একটি ছবি শেয়ার করে নস্টালজিক করে তুলেছেন সকলকেই।

৩০ বছর আগের এই ছবিতে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন শ্রীদেবী। আমাদের মধ্যে নেই। ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন, 'ওয়েম্বলে স্টেডিয়ামে আমার কনসার্ট... কোনও ভারতীয়র প্রথম কনসার্ট এটি... প্রথম কনসার্টে শ্রীদেবী, আমির ও সলমানকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম... ৭০,০০০ লোক ছিল... ঐতিহাসিক স্মৃতি! পুনর্গঠন এবং পরিবর্তনের আগে এমনই ছিল ওয়েম্বলে স্টেডিয়াম... প্রিমিয়ার লিগ ফুটবলের কারণে এখন এটি বেশ পরিবর্তিত হয়েছে।’

অমিতাভ বচ্চনের এই পোস্টে প্রায় ৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন এবং অনেকই এই স্মৃতি শেয়ার করার জন্য ধন্যবাদও জানিয়েছেন। একজন অমিতাভকে জিজ্ঞাসাও করেন এই ছবিটি কোন সময়ে তোলা, উত্তরও দিয়েছেন বিগ বি। বিগ বি উত্তরে লিখেছেন, ‘১৯৮৯-১৯৯০' প্রায় তিরিশ বছর আগের এই ছবিতে প্রয়াত শ্রীদেবীকে সাদা শার্ট পরে দেখা যাচ্ছে, সলমান খানও মজার মুখ করে ছবি তুলেছেন।

এর আগে দীপাবলিতে অমিতাভ তার মা, ভাই অজিতাভ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অদেখা পুরনো ছবি পোস্ট করেছিলেন।

তিনি লিখেছিলেন, ‘স্কুল অ্যাথেলেটিক্সে বিজয়ী মঞ্চে সবার উপরে দাঁড়িয়ে আমার ভাই এবং আমাকে খোঁজা, ছবি তোলা এবং জেতা কাপ শোয়ার ঘরে সাজানো।’ শেষে বিগ বি লিখেছেন, ‘আমার কাছে এখন শুধু স্মৃতিগুলোই অবশিষ্ট, আর কিছুই নেই। কিন্তু আমার জন্য এই স্মৃতিই পৃথিবীর সব কিছুর থেকে সেরা।’

বলিউড সুপার স্টার শ্রীদেবী আর নেই
নয়া দিগন্ত অনলাইন, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
বলিউড সুপার স্টার শ্রীদেবী আর নেই। শনিবার রাত ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড তথা ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী৷ মাত্র ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ শ্রীদেবী, তার স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে দুবাইয়ে মোহিত মারবার বিয়েতে অংশ নিয়েছিলেন৷ সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুতে বলিউড -সহ গোটা ভারতে নেমে এসেছে শোকের ছায়া৷ তার মৃত্যুর কথা সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে তার পরিবারেরই এক সদস্য৷ রীতেশ দেশমুখ, রাজকুন্দ্রা, সুস্মিতা সেন, করিনা কাপুরসহ আরো অনেকেই টুইটারে শোকপ্রকাশ করেছেন৷

শুধু হিন্দি নয়, মালয়ালম, তামিল, কন্নড়-সহ একাধিক ভাষার সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন৷ শিশু শিল্পী হিসেবে সিনেমায় তার আবির্ভাব ঘটে। তার ঝুলিতে রয়েছে শতাধিক ছবি। তারপর অগণিত বলিউডের ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন শ্রীদেবী। তবে এখনো শ্রীদেবী বলতেই মনে পড়ে সেই ‘‍মিস্টার ইন্ডিয়া’‍ সিনেমায় ‘‍কাটে নেহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’‍ গানে তার নাচ। তারপর বহু ছবিতেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে এবং এখনো হচ্ছে।১৯৮৩ সালের তার অভিনীত জনপ্রিয় ছবি ‘সাদমা’ বলিউডে শ্রীদেবীর আলাদা জায়গা গড়ে দিয়েছিল৷ অনেক সিনেমা সমালোচকরাও বলেন, শ্রীদেবী অভিনীত ‘লমহে’ ভারতীয় সিনেমার ১০০ বছরের ইতিহাসে সেরা ১০টি রোম্যান্টিক ছবির মধ্যে অন্যতম।

২০১৩ সালে পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কারও৷


আরো সংবাদ



premium cement