২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিগ বির স্মৃতিতে শ্রীদেবী

- সংগৃহীত

স্মৃতি ফিরে দেখতে কে না ভালোবাসেন? পুরনো দিনের মুহূর্ত তাজা করে নিতেই বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ৩০ বছর পুরনো একটি ছবি শেয়ার করে নস্টালজিক করে তুলেছেন সকলকেই।

৩০ বছর আগের এই ছবিতে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন শ্রীদেবী। আমাদের মধ্যে নেই। ছবির ক্যাপশনে অমিতাভ লিখেছেন, 'ওয়েম্বলে স্টেডিয়ামে আমার কনসার্ট... কোনও ভারতীয়র প্রথম কনসার্ট এটি... প্রথম কনসার্টে শ্রীদেবী, আমির ও সলমানকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম... ৭০,০০০ লোক ছিল... ঐতিহাসিক স্মৃতি! পুনর্গঠন এবং পরিবর্তনের আগে এমনই ছিল ওয়েম্বলে স্টেডিয়াম... প্রিমিয়ার লিগ ফুটবলের কারণে এখন এটি বেশ পরিবর্তিত হয়েছে।’

অমিতাভ বচ্চনের এই পোস্টে প্রায় ৬ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন এবং অনেকই এই স্মৃতি শেয়ার করার জন্য ধন্যবাদও জানিয়েছেন। একজন অমিতাভকে জিজ্ঞাসাও করেন এই ছবিটি কোন সময়ে তোলা, উত্তরও দিয়েছেন বিগ বি। বিগ বি উত্তরে লিখেছেন, ‘১৯৮৯-১৯৯০' প্রায় তিরিশ বছর আগের এই ছবিতে প্রয়াত শ্রীদেবীকে সাদা শার্ট পরে দেখা যাচ্ছে, সলমান খানও মজার মুখ করে ছবি তুলেছেন।

এর আগে দীপাবলিতে অমিতাভ তার মা, ভাই অজিতাভ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অদেখা পুরনো ছবি পোস্ট করেছিলেন।

তিনি লিখেছিলেন, ‘স্কুল অ্যাথেলেটিক্সে বিজয়ী মঞ্চে সবার উপরে দাঁড়িয়ে আমার ভাই এবং আমাকে খোঁজা, ছবি তোলা এবং জেতা কাপ শোয়ার ঘরে সাজানো।’ শেষে বিগ বি লিখেছেন, ‘আমার কাছে এখন শুধু স্মৃতিগুলোই অবশিষ্ট, আর কিছুই নেই। কিন্তু আমার জন্য এই স্মৃতিই পৃথিবীর সব কিছুর থেকে সেরা।’


আরো সংবাদ



premium cement