২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

 সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সালমান খান (ইনসেটে পূজা মিশ্রা) - সংগৃহীত

হ্যাসট্যাগ মি টু লিখে যৌন নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছেন বলিউড তারকারা। অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্যাতনকারীদের এই তালিকায় আছেন পরিচালক, প্রয়োজকরা। তবে এবার যার নামে অভিযোগ উঠেছে, সেটা শুনলে কিছুটা হলেও থমকে যাওয়ার কথা। কেননা বলিউডের পোষ্টারবয় বিবেচনায় যার নাম সবার আগে আসবে সেই সালমান খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সাবেক বিগ বস প্রতিযোগী পূজা মিশ্রা। তিনি এক বাক্যে বলে দিলেন, ‘আমাকে ধর্ষণ করেছেন সালমান খান।’

নিজের তিক্ত সেই অভিজ্ঞতার কথা ভিডিও’র মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পূজা। তিনি জানান, ‘তার ওপর কালো জাদু করা হয়েছিল। মেয়ের ক্যারিয়ারের জন্য যা করেছিলেন শত্রুঘ্ন সিংহা ও তার স্ত্রী। শুধু তাই নয় তার ফোন ও ল্যাপটপ হ্যাক করেন বর্ষীয়ান এই অভিনেতা।’

একই সাথে তিনি বলেন, সালমান খান ও তার ভাই আরবাজ ও সোহেল তাকে ধর্ষণ করেন। যার ফলে তিনি শারীরিক ও মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েন, যে আর ফিরতে পারেননি।

ইতিমধ্যে পূজার সেই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে বলিউডে। অনেকে সালমান খানের নামে এফআইআর দায়ের করতে বলেছেন। উল্লেখ্য, ২০১৬ সালে এই অভিযোগের ভিত্তিতে দিল্লির সিআর পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলেন পূজা। কিন্তু সেবার চাপা পড়ে যায় বিষয়টা।

এদিকে যৌন হয়রানির অভিযোগ ওঠায় হাউসফুল ফোর থেকে সরে গেছেন পরিচালক সাজিদ খান ও অভিনেতা নানা পাটেকার। সম্প্রতি প্রকাশিত হলো আরেক খবর। ওই দুজনকে প্রত্যাহারের আদেশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

প্রকৃত অর্থে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা নয়, যৌন হয়রানির অভিযোগকে গুরুত্ব দিয়েছিল লস অ্যাঞ্জেলেসের ফক্স স্টার স্টুডিও। এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে হাউসফুল ফোর ছবিটি নির্মিত হচ্ছে। তাদের হস্তক্ষেপেই পরিচালক সাজিদ খান ও অভিনেতা নানা পাটেকারকে বাদ দিয়েছেন প্রযোজক। হাউসফুল ফোর ছবির এক সূত্র সম্প্রতি ঘটনার সত্যতা স্বীকার করেছে। ফক্সের নির্দেশ পেয়ে বিন্দুমাত্র দেরি করেননি নাদিয়াদওয়ালা। তিনি চাননি এই ইস্যুতে ফক্সের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হোক।

অন্তত তিনজন নারী অভিযোগ তুলেছেন সাজিদ খানের বিরুদ্ধে। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সালুনি চোপড়া, র‍্যাচেল হোয়াইট ও সাংবাদিক কারিশমা উপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানিয়েছেন তাঁদের সঙ্গে সাজিদ খানের উৎপীড়নমূলক আচরণের ঘটনা। তাদের দাবি, প্রত্যেকের কাছেই নোংরা আবদার করেছেন সাজিদ খান, দিয়েছেন কুপ্রস্তাব। এঁদের মধ্যে সাংবাদিক কারিশমার করা অভিযোগটি ভয়াবহ। আর সালুনিকে জানিয়ে দেওয়া হয়েছিল, যা বলবে তা না করলে ছবিতেই নেবেন না সাজিদ।

পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হাউসফুল ফোর ছবির শুটিং বন্ধ করে দেন ছবির নায়ক অক্ষয় কুমার। প্রযোজককে তিনিই প্রথম বলেছিলেন, ঘটনা প্রমাণ না হওয়া পর্যন্ত ছবির শুটিং বন্ধ রাখতে হবে। অক্ষয়ের এই দাবির সঙ্গে সঙ্গে পরিচালক সাজিদ খান নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সরে এসেছেন নিজের পদ থেকে। অভিনেত্রী সালুনি চোপড়া, র‍্যাচেল হোয়াইট ও সাংবাদিক কারিশমা উপাধ্যায় তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন।

মজার ব্যাপার হচ্ছে, হলিউডের ‘#মি টু’ আন্দোলনে উমা থরম্যান, অ্যাঞ্জেলিনা জোলি এবং অ্যাশলে জডের মতো নামী তারকারা প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রযোজক হার্ভে ওয়ানস্টিনের বিরুদ্ধে। বলিউডের ‘ওয়াইনস্টিন’-এর বিরুদ্ধে কিন্তু তেমন কাউকে কথা বলতে শোনা যাচ্ছে না। ডেকান ক্রনিকল


আরো সংবাদ



premium cement
গ্যাস বিতরণে সিস্টেম লস ২২ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশে নেমে এসেছে : নসরুল হামিদ গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা

সকল