২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভেনিসে কার সাথে ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ-কন্যা?

সুহানা খান - সংগৃহীত

অ্যাড্রিয়াটিক সাগরের উত্তর পশ্চিম প্রান্তে একটি উপহ্রদের ঠিক মাঝখানে ১১৮টি দ্বীপ নিয়ে তৈরি ইতালির স্বপ্নের শহর ভেনিস। শহরটি বাণিজ্যনগরী বলেই পরিচিত। জানা যায়, খ্রীষ্টীয় পঞ্চম ও সপ্তম শতাব্দী সময় তৈরি হয়েছিল এই শহর। সেসময় যারা উত্তরাঞ্চলে বসবাস করত, তারা বর্বর, লুঠেরাদের আক্রমণ থেকে বাঁচতে এই দ্বীপগুলিতে গিয়ে বসবাস শুরু করেন। পরবর্তীকালে এই দ্বীপগুলিকে সেতুর মাধ্যমে একত্রিত করেই তৈরি হয় ভেনিস শহরটি।

সে যাই হোক, লন্ডন, বুলগেরিয়ার পর আপাতত ইতালির এই সুন্দর শহরেই ছুটি কাটাকে ব্যস্ত শাহরুখ কন্যা সুহানা। সুহানার অন্যান্য ছবি ও ভিডিওর মতোই ভাইরাল হয়েছে তার ভেনিসে ছুটি কাটানোর নানান মুহূর্ত। তার বিভিন্ন ফ্যান পেজগুলোতে ঘুরে বেড়াচ্ছে ছবিগুলো।

কখনও সুহানাকে দেখা গেছে, রাস্তার মধ্যে হাসি মুখে, এদিক ওদিন ইচ্ছেমত ঘুরে বেড়াতে, আইসক্রিম খেতে, কখনও বা, প্রিয় বন্ধবীকে নিয়ে ভেনিসের নদীগুলোর মধ্য়্য বোটিং করতে দেখা গেছে সুহানাকে। বর্তমানে সুহানা ও তার এই বান্ধবী দু'জনেই লন্ডনে পড়াশোনা করছেন। লন্ডনের হস্টেলেও বন্ধুদের সাথে সময় কাটানোর সময় সুহানার ছবি বহুবার ভাইরাল হয়েছে।

তবে লন্ডনে পড়াশোনা করলেও অবসরে মাঝে মধ্যে সুহানাকে মুম্বইতে তার মা-বাবার সাথে সময় কাটাতে দেখা যায়। আবার পরিবারের সাথে বিদেশে ঘুরতে যেতেও দেখা যায় তাকে। তবে ভেনিসের ছবিটি কাটানোর সময়টা সুহানাকে তার লন্ডনের স্কুলের প্রিয় বান্ধবীকে সাথে দেখা গেছে।

পড়াশোনা, ছুটি কাটানোর পাশাপাশি কিছুদিন আগেই কেরিয়ারেরও প্রথম ধাপে পা রেখে ফেলেছেন শাহরুখ-কন্যা। 'ভোগ' ম্যাগাজিনের কভার গার্ল হিসাবে শ্যুট করতে দেখা গেছে তাকে। যদিও সুহানার ভোগ-এর ফটোশ্যুট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

বলিউডের এক উঠতি অভিনেত্রী মন্তব্য করেন, শুধুমাত্র শাহরুখ কন্যা বলেই যোগ্যতা না থাকা সত্ত্বেও ভগের কভার ফটোশ্যুট করার সুযোগ পেয়েছেন সুহানা। অথচ অনেকই যোগ্যতা থাকা সত্ত্বেও এই সুযোগ থেকে বঞ্চিত হন।

তবে খুব শিগগিরই সুহনা বলিউডেও পা রাখবেন বলেও শোনা যাচ্ছে। বাঙালি পরিচালক সুজয় ঘোষ, সঞ্চয়লীলা বনশালি, করণ জোহর থেকে শুরু করে বলিউডের বহু পরিচালকই নাকি চাচ্ছেন তার ছবির মাধ্যমেই সুহানা বলিউডে পা রাখুক।


আরো সংবাদ



premium cement
বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী

সকল