২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চবিতে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কর্মীদের ঝাড়ু মিছিল

চবিতে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কর্মীদের ঝাড়ু মিছিল - ছবি : সংগ্রহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ছাত্রলীগ কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এফ রহমান হল ও আলাওল হল থেকে এ মিছিল শুরু হয়। চবি ছাত্রলীগের উপ গ্রুপ বিজয়ের কর্মীরা এ ঝাড়ু মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে গেলে প্রশাসনের বাধার মুখে পড়ে। মিছিলে গ্রুপের নেতৃত্ব পর্যায়ের কাউকে দেখা যায়নি।

এ সময় বিজয় পক্ষের কর্মী ও আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র সাহিল কবির বলেন, ‘রেজাউল হক রুবেলের নির্দেশে শিবির স্টাইলে তিন ছাত্রলীগ কর্মীর রগ কেটে দেয়া হয়েছে। রুবেলের শাস্তি না হলে আমরা অবরোধ চালিয়ে যাব। আমি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয়ে যদি তৃতীয় বর্ষে পড়ি, তাহলে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল হক রুবেলের এখন কোথায় থাকার কথা? তাই এই অযোগ্য ও অছাত্রকে বহিষ্কার করতে হবে। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, ‘আমরা কথা বলার পর তারা হলে ফিরে গেছে। আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীরা সহযোগিতা করবে।’

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ‘ক্যাম্পাসের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থায় আছে। পর্যাপ্ত ফোর্স রাখা হয়েছে। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

উল্লেখ্য, গতকালের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকে লাগাতার অবরোধ চলছে। ফলে সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেনও চলছে না।
সূত্র : ইউএনবি

 


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল