২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কক্সবাজারে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন; সাগরপাড়ে মিলনমেলা

মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে সাগরপাড়ে মিলনমেলা - ছবি: নয়া দিগন্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে বসে জনতার মিলনমেলা। শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও আগ থেকে বিভিন্ন এলাকা থেকে হাজারো জড়ো হতে থাকেন।

কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শিরিন আকতার, সাইমুম সরওয়ার কমল এমপি, সংরক্ষিত আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: শাজাহান আলির সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ১০০টি দুর্লভ ছবি নিয়ে চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়।

এর আগে শুক্রবার বিকাল ৫ টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতির পিতার জন্মশতবার্ষিকীর লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্যদিয়ে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও পাবলিক স্থানে একইসঙ্গে ক্ষণগণনা শুরু হয়।


আরো সংবাদ



premium cement