২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান - ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি তাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানকে দলীয় প্রার্থী মনোনিত করেছে।

বিএনপি চেয়ারপার্সনের গুলশাল কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডে নির্বাচন করতে আগ্রহীদের সাক্ষাৎকার নেয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি। চট্টগ্রাম-৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনজন আমাদের দলের মনোনয়ন চেয়েছিলেন এবং তারা সবাই আমাদের গুরুত্বপূর্ণ নেতা। আমাদের মনোনয়ন বোর্ড আবু সুফিয়ানকে মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছে, তিনি ২০১৮ সালের নির্বাচনেও আমাদের প্রার্থী ছিলেন।’

এ উপনির্বাচন বিশ্বাসযোগ্যভাবে আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘কমিশন যদি অন্তত এ নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে তাহলে নির্বাচন ব্যবস্থায় জনগণ কিছুটা হলেও আস্থা ফিরে পাবেন।’

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড চট্টগ্রামের তিন নেতা- আবু সুফিয়ান, মোশতাক আহমেদ ও এরশাদউল্লাহর সাক্ষাৎকার নেয়।

আওয়ামী লীগ এ উপনির্বাচনে তাদের প্রার্থী হিসেবে সোমবার রাতে দলের চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিনকে মনোনিত করে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইনউদ্দীন খান বাদলের মৃত্যুতে খালি হওয়া চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন হবে আগামী ১৩ জানুয়ারি।

ঘোষিত তফসিল অনুসারে, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৫ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত তা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে।

গত ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাদল (৬৭)। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
গণকবরে প্রিয়জনদের খোঁজ কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা

সকল