২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সরাইলের বড় হুজুর মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল

সরাইলের বড় হুজুর মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বয়োঃজ্যেষ্ঠ আলেম ও সরাইলের বড় হুজুর আল্লামা মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বাদ যোহর সরাইল কুট্টাপাড়া খেলার মাঠে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে জানাজা শেষে মরহুমের ওসিয়ত অনুযায়ী মালিহাতা মাদরাসা প্রাঙ্গণে দাফন করা হয়েছে।

রোববার রাত ৭টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের নিজ বাড়িতে ১১৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার দুপুর ১২টা থেকে দূর-দূরান্ত থেকে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজার মাঠে এসে জড়ো হতে থাকেন। যোহরের নামাজের জামাতে মাঠেই আদায় করেন জানাজা পড়তে আসা মুসুল্লিরা। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশ-পাশের রাস্তায়ও জানাজার কাতারে মুসুল্লিদের শরীক হতে দেখা যায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর আল্লামা মনিরুজ্জামান সিরাজী উক্ত জানাজায় ইমামতি করেন।

দীর্ঘ ৫২ বছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালনকালে হাজার হাজার আলেম-ওলামার ওস্তাদ ছিলেন আল্লামা মোহাম্মদ আলী। এছাড়া স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানাজা-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন আল্লামা আলহাজ্ব সাজিদুর রহমান, আল্লামা মুফতি মোবারক উল্লাহ, আল্লামা জুনাইদ আল হাবিব, আল্লামা জহিরুল ইসলাম, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, মাওলানা মেরাজুল হক কাসেমী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা ছিদরাতুল্লাহ নুর, মাওলানা হেলাল উদ্দিন ভুইঁয়া, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মাওলানা জয়নাল আবেদীন বাকাইলী, মাওলানা লিয়াকত আলী, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহজাহান মিয়া, মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল হান্নান কাসেমী, অধ্যক্ষ নুজরুল ইসলাম খাদেম, বুধল ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম নুরুল ইসলাম আলম, এ কে এম ইকবাল আজাদের পুত্র ইফাত আজাদ, জেলা বাস-মালিক সমিতির সভাপতি জমশেদ মিয়া, মরহুম আল্লামা মোহাম্মদ আলীর পুত্র আলহাজ্ব হেলাল উদ্দিন ও মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ ।


আরো সংবাদ



premium cement
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে

সকল