২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে আ’লীগের সম্মেলনে মারামারি

চট্টগ্রামে আ’লীগের সম্মেলনে মারামারি - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লালদীঘির মাঠে উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া আর মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগেই দুই সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা শুরু হলে লালদীঘি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মঞ্চে আমন্ত্রিত অতিথি কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাত বছর পর অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরুর আগেই সকাল পৌনে ১০টার দিকে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীনের অনুসারী নেতা-কর্মীরা মাঠে অবস্থান নেন।

এ সময় মিছিল নিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতাউর রহমানের অনুসারীরা মাঠে প্রবেশ করেন। পরে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সম্মেলনস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। তারা আগতদের জন্য রাখা চেয়ারগুলো একে অপরের দিকে ছুড়তে থাকেন।

মঞ্চ থেকে সিনিয়র নেতারা মাইকে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেও ব্যর্থ হন। পরে পুলিশ মাঠে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বেলা সোয়া ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর উদ্বোধন করেন।

সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, ‘সম্মেলনে সকালের দিকে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। কিছু চেয়ার ভাঙা হয়েছে। পরে আমরা পরিস্থিতি স্বাভাবিক করেছি।’ সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল