১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গোপসাগরে জেলের জালে দৈত্যাকৃতির মাছ

- ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে জেলের জালে বিরল প্রজাতির মাছ আটকা পড়েছে। মাছটির আনুমানিক ওজন ২০০ কেজি (৫ মণ)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাংলাবাজার ফিশারিঘাটের রিদুয়ান মাঝি নামের এক জেলের জালে মাছটি আটকা পড়েছে। রিদুয়ান মাঝি উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্ধা।

স্থানীয় জেলেরা জানায়, বিরল প্রজাতির বড় মাছটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের ফিশারিঘাটে মাছটি একনজরে দেখতে ভিড় জমায় উৎসুখ জনতা।

এটাকে কেউ বলছে হাঙ্গর কেউ বলছে আবার কেউ বলছে তিমি। তবে স্থানীয়রা কেউ এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেনি।

বিরল প্রজাতির মাছ শিকারি জেলে রিদুয়ান মাঝি বলেন, ‘আমার জাল নিয়মিত বঙ্গোপসাগরে ফেলা হয়। প্রতিদিনকার মতো সময় হলে জেলেরা জাল টানে। জাল টেনে আনতেই দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি।’

মাছটি জালে আটকা পড়লেও জালে নড়াচড়া করার কারণে মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, জেলেদের জালে বিশালাকৃতির তিমি মাছ ধরা পড়েছে বলে শুনেছি। তবে মৎস্য কর্মকর্তারা এ বিষয়ে ভালো জানবেন।

জানতে চাইলে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, মাছটি ‘হাঙ্গর প্রজাতির’ টাইগার হাঙ্গর নামে পরিচিত। বিশেষ করে এ প্রজাতির মাছ আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়।


আরো সংবাদ



premium cement

সকল