২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যৌতুকের টাকা পরিশোধ না করায় গৃহবধূকে তালাকের হুমকি

- ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারে এক দরিদ্র পিতা ফরিদ মিয়ার মেয়ের যৌতুকের দাবি পরিশোধ করতে পারেনি। তাই তার মেয়ে শাহিনা আক্তারকে (২৭) দুটি শিশু সন্তান নিয়ে স্বামী সংসার ছেড়ে এখন থাকতে হচ্ছে বাবার বাড়িতে। শাহিনা আক্তার অন্যত্র কাজ করে দুই সন্তান নিয়ে পিতার বাড়িতে মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে যানা জায়, দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মশিকাড়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে শাহিনা আক্তার এর সাথে একই এলাকার বল্লভপুর গ্রামের মৃত সুবল আলীর ছেলে সাইফুল ইসলাম এর সাথে দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাদের বিয়ে হয়।

এরমধ্যে তাদের সংসারে দু’ সন্তান আসে। এক পর্যায়ে সাইফুল মাদকাসক্ত হয়ে পরে এবং একাধিক বিয়ে করে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্যরা বেশ কয়েকবার বিচার-সালিশ করেন। সালিশে ঘর সংসার করার কথা বলে গেলেও পরে বাড়ি গিয়ে শাহিনা আক্তারকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

শাহিনার কাছে ব্যবসা করার জন্য ৯০ হাজার টাকা যৌতুক দাবি করে। ওই যৌতুকের টাকা পরিশোধ না করায় তার উপর শুরু হয় নির্যাতন। সাইফুল অন্য নাম ব্যবহার করে মুরাদনগরের কাশিমপুরে বিয়ে করে ওখানেই বেশী সময় কাটান। বাড়ি থেকে জমি বিক্রি করে কাশিমপুরে জমি ক্রয় করেছেন। এখন শাহিনার কাছে আসে না এমনকি তার সন্তানদের খোঁজ-খবর ও লালন-পালনের জন্য টাকা পয়সা দেয় না।

গৃহবধূ শাহিনা আক্তার জানান, যৌতুকের টাকা পরিশোধ না করলে শাহিনা আক্তারকে তালাক প্রদান করা হবে বলেও হুমকি দিয়ে আসছে সাইফুল। স্বামীর আশ্রয় পেতে গৃহবধূ শাহিনা আক্তার দেবিদ্বার থানায় মামলা দায়ের করতে বাধ্য হয়। মামলা করার পর থেকে সাইফুল আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা প্রত্যাহার না করলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

দুই সন্তান নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান শাহিনা আক্তার। তিনি সন্তানদের নিয়ে স্বামীর সংসারেই থাকতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ



premium cement
‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ

সকল