২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

লক্ষ্মীপুরে বিয়ে বাড়ির গেট নিয়ে সংঘর্ষ আহত-৮

-

লক্ষ্মীপুরে বিয়ে বাড়ির সামনে গেট স্থাপন করাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ অনন্ত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়ন চরমনসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-শাফি উল্লাহ, তার স্ত্রী মোবাশ্বেরা, ছেলে মমিন উল্লাহ, নাতি রাসেল, শাহিদ এবং রহমত উল্লাহ ও দেলোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, স্থানীয় মমিন উল্লাহর ছেলে জাকির হোসেন বাড়ির সামনে তার বিয়ের গেট স্থাপন করতে গেলে বৃদ্ধ শাফি উল্লাহ ও তার স্ত্রী মোবাশ্বেরা বেগম জাকির হোসেনকে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে জাকির হোসেনর বন্ধু রহমত উল্লাহ বৃদ্ধ শাফি উল্লাহকে ধাক্কা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৮ জন আহত হয়।

শাফি উল্লাহর বড় ছেলে মমিন উল্লাহ বলেন, জাকিরদের সাথে আমাদের আদালতে জমি সংক্রান্ত মামলা চলছে। তাই আমার বৃদ্ধ বাবা-মা বিয়ের গেট স্থাপনে বাধা দিতে গেলে জাকির ও তার বন্ধু রহমত উল্লাহসহ তাদের লোকজন আমাদের ওপর হামলা করে।

এদিকে আহত রহমত উল্লাহ বলেন, তার বন্ধু জাকিরের বিয়ের গেট দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়েছেন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মোসলে উদ্দিন বলেন, এ বিষয় লেখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement