২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
শ্রেণিকক্ষে বসা নিয়ে বিরোধের জের

ফেনী পলিটেকনিকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৬ নেতাকর্মী আহত, আটক ৪

গুরুতর আহত তোফায়েল আহম্মদ অপু - ছবি : নয়া দিগন্ত

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে আজ বুধবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বহিরাগতসহ অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাকিব ও আরাফাতের মধ্যে শ্রেণিকক্ষে বসা নিয়ে তুমুল বাগি¦তন্ডা হয়। এর জের ধরে ক্যাম্পাসে সাকিব তার এক সহযোগী নাইমকে নিয়ে কয়েকজনকে জড়ো করে। একপর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি হলে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এসময় তোফায়েল আহম্মদ অপু, সাইদুর রহমান সাকিব, মানিক, তাওহিদুল, হৃদয় ও আরিফসহ কয়েকজন আহত হয়। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় পলিটেকনিকের শেষ বর্ষের শিক্ষার্থী ছাগলনাইয়ার মন্দিয়া গ্রামের নাইমুল হাসান, তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সেনবাগের মোটবী গ্রামের নাজমুল ইসলাম, পলিটেকনিকের শিক্ষার্থী শান্তিধারা আবাসিক এলাকার শাহরিয়ার হোসেন ও বিরিঞ্চি এলাকার খন্দকার বাড়ির ফরিদি হাসানকে আটক করা হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা: আবু তাহের পাটওয়ারী জানান, আহতদের মধ্যে তিনজন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে অপুর অবস্থা গুরুতর। তিনি শহরের ফালাহিয়া শাখা ছাত্রলীগের সভাপতি বলে সংগঠন সূত্র জানিয়েছে।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান জানান, তার ক্যাম্পাসে কোনো ধরনের ঘটনা ঘটেনি। পলিটেকনিক সংলগ্ন সড়কের বিপরীত পাশে কয়েকজন ছেলে ঝামেলা করেছে বলে তিনি শুনেছেন।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে চারজনকে আটক করা হয়।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার ৬ দাবিতে উত্তাল বুয়েট, ক্লাস-পরীক্ষা বর্জন মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

সকল