২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে নিহত ৩

- নয়া দিগন্ত

রাঙ্গামাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় প্রায় দেড় ঘণ্টা গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়া মারমা পাড়ায় এলাকায় আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলেরি এই ঘটনা ঘটে।

তবে গোলাগুলির ঘটনায় কারা নিহত হয়েছেন এবং কোন কোন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজস্থলী থানার ওসি মফজল আহম্মেদ খান বলেন, ‘সন্ধ্যায় বালুমুড়ার মারমা পাড়ায় আঞ্চলিক দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আমরা খবর পাওয়া মাত্র এলাকার উদ্দেশে ফোর্স নিয়ে রওনা হয়েছি। বিস্তারিত এলাকায় গিয়ে জানাতে পারব।’

রাঙ্গামাটির পুলিশ সুপার মো: আলমগীর কবির গুলিবিনিময়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে নিহতরা কে কোন গ্রুপের তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তিনি জানান, ঐ এলাকায় গোলাগুলির ঘটনা শোনার পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

কারা এ ঘটনা ঘটিয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় ভাবে অর্ন্তকলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং নিহত ৩ জনের বিষয়ে এখনো নিশ্চিত কিছু পাওয়া যায়নি। ঘটনার তদন্ত স্বাপেক্ষে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো।


আরো সংবাদ



premium cement
পেনশন স্কিম পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে বৃদ্ধাশ্রম থাকবে না : ডিসি নারায়ণগঞ্জ চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ফরিদপুরে সেদিন কী ঘটেছিল : বিবিসির প্রতিবেদন ইসরাইলের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র স্বর্ণের দাম কিছুটা কমলো অজ্ঞান পার্টির কবলে পড়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ব্যক্তি ভর্তি পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু স্পেশাল অলিম্পিকে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রশংসিত দেওয়ানগঞ্জের রবিন সব শিক্ষাপ্রতিষ্ঠান আরো ৭ দিন বন্ধ ঘোষণা থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারো সংঘর্ষ শুরু : থাই সেনাবাহিনী পাঁচবিবিতে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সকল